• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
এই দিনে

আর্থার কোনান ডয়েল

ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২২ মে ২০১৮

১৫৪৫ : আফগান সম্রাট শেরশাহ নিহত হন।

১৭৪৬ : রাশিয়া ও অস্ট্রিয়া সহযোগিতা চুক্তি করে।

১৮৫৯ : ব্রিটিশ রহস্য-উপন্যাস লেখক আর্থার কোনান ডয়েলের জন্ম।

১৮৮৫ : বিখ্যাত ফরাসি কথাসাহিত্যিক ভিক্টোর হুগোর মৃত্যু হয়।

১৮৯৩ : রাশিয়ার বিখ্যাত কবি ভ্লাদিমির মায়াকোভস্কি জন্মগ্রহণ করেন।

১৯২৭ : চীনের নানশানে ভূমিকম্পে দুই লাখ লোকের মৃত্যু।

১৯৩৯ : জার্মানি ও ইতালির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৭২ : সিলোনের নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয়।

 

শ্রীলঙ্কা

sri-lanka-map

১৯৪৮ সালে শ্রীলঙ্কায় ব্রিটিশ শাসনের অবসান ঘটে। দুই শ বছরেরও বেশি সময় দেশটি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এ সময় দেশটির নাম ছিল সিলোন। নামটি ব্রিটিশদেরই দেওয়া। ১৯৭২ সালে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণার সময় দেশটির নাম পাল্টে রাখা হয় শ্রীলঙ্কা। ১৮১৫ সালে ব্রিটিশদের দখলের আগে ২৩০০ বছরেরও বেশি সময় দেশটির শাসনভার ছিল সিংহলি রাজাদের হাতে। স্বাধীনতার আগে দেশটির নাম ছিল ব্রিটিশ সিলোন। তবে ব্রিটিশ দখলের আগে বিভিন্ন সময় দেশটি বিভিন্ন নামে পরিচিত হয়েছে। পঞ্চশ শতাব্দীতে প্রখ্যাত পর্যটক প্রিন্স বিজয় দেশটির নাম রাখেন তাম্বপান্নি বা ‘লাল তামার দেশ’। কারণ হিসেবে বলা হয়, তার অনুসারীদের হাত শ্রীলঙ্কার লাল মাটির কারণে রক্তিম আকার ধারণ করেছিল। হিন্দু পৌরকাহিনী রামায়ণে দেশটির নাম শ্রীলঙ্কা বলে উল্লেখ রয়েছে। আরব বণিকরা দেশটির নাম দিয়েছিলেন সরণ দ্বীপ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads