• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
এই দিনে

ভার্সাই চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৮

৮৭৪ : সুফি ও ইসলাম প্রচারক হজরত বায়েজিদ বোস্তামী (রহ.)-এর ইন্তেকাল।

১৭৯৭ : ব্রিটিশ দার্শনিক এডমন্ড বার্কের মৃত্যু।

১৮১৬ : আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮৭৭ : উইম্বলডন প্রতিযোগিতার উদ্বোধন হয়।

১৯১৯ : জার্মানির ভার্সাই চুক্তি অনুমোদন।

১৯৪৬ : শ্যামদেশের রাজা আনন্দ মাইদল আততায়ীর হাতে নিহত।

১৯৭২ : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ফিলিস্তিনের সংগ্রামী লেখক গাসান কানিনিকে হত্যা করে।

২০০২ : আফ্রিকার দেশগুলো অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটির পরিবর্তে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

২০১১ : সুদান থেকে দক্ষিণ সুদান পৃথক হয়ে যায়।

 

ভার্সাই চুক্তি

প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং তার বিরোধী রাষ্ট্রগুলোর মধ্যে সম্পাদিত একটি চুক্তি ১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্সের ভার্সাই নগরীর ভার্সাই প্রাসাদের ‘মিরর হল’-এ স্বাক্ষরিত হয়। চুক্তিটি বাস্তবায়িত হয় ১৯২০ সালের ১০ জানুয়ারি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৮ সালের অক্টোবরে জার্মানি সরকার যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসনকে একটি সাধারণ যুদ্ধবিরতির আহ্বান জানায়। এরই প্রেক্ষাপটে উড্রো উইলসন চৌদ্দ দফা পেশ করেন। এই দফাগুলোকে বিবেচনা করে ১৯১৯ সালের বসন্তকালে প্যারিসে একটি শান্তি সম্মেলনে চুক্তির খসড়া প্রস্তুত করা হয়। খসড়ার মূল নকশা করেছিলেন ব্রিটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্ল্যামেনকু, যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো। ২৮ জুন এই চুক্তি অনুমোদিত হয়। কিন্তু এতে উপস্থিত জার্মানির প্রতিনিধি দল অসন্তোষ প্রকাশ করে। তা সত্ত্বেও জার্মানি ১৯১৯ সালের ৯ জুলাই চুক্তিটি অনুমোদন করে। এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করা হয় এবং মিত্রশক্তির অন্তর্ভুক্ত দেশসমূহে সংঘটিত যুদ্ধে জীবন, অর্থ ও অবকাঠামোগত সব ক্ষয়ক্ষতির জন্য জার্মানিকে দায়ী করা হয়। এই চুক্তির ফলে জার্মানির পশ্চিম, পূর্ব ও উত্তরের বিভিন্ন অঞ্চল মিত্রমক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের অধীনে চলে যায় এবং চীন, প্রশান্ত মহাসাগর এবং আফ্রিকায় অবস্থিত জার্মান কলোনিসমূহ ব্রিটেন, ফ্রান্স, জাপান এবং অন্যান্য মিত্রশক্তির কুক্ষিগত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads