• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
এই দিনে

রুশ বিপ্লব সংঘটিত হয় এই দিনে

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৮

৬২২ : হিজরি সাল গণনা শুরু হয়।

১৬৬১ : স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।

১৮৬০ : ডেনিশ ভাষাবিজ্ঞানী ও ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ অটো ইয়েসপার্সেন জন্মগ্রহণ করেন।

১৯০৫ : তৎকালীন খুলনা জেলার বাগেরহাট মহকুমায় প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।

১৯১৮ : রুশ বিপ্লব সংঘটিত হয় এবং রাশিয়ায় রাজতন্ত্রের পতন ঘটে।

১৯৪৫ : মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।

১৯৬৮ : মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।

১৯৬৯ : মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।

১৯৭৩ : আফগানিস্তানের সেনাশাসক জেনারেল দাউদ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহায়তায় অভ্যুত্থানের মাধ্যমে দেশে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন।

হিজরি সন

হিজরি একটি চন্দ্রনির্ভর বর্ষপঞ্জি। বিভিন্ন মুসলিম দেশ এই বর্ষপঞ্জি অনুসরণ করে। পৃথিবীব্যাপী মুসলমানরা এর অনুসরণ করেন ইসলামের পবিত্র দিনসমূহ উদযাপনের জন্য। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ (সা.) মক্কার মানুষের দ্বারা নির্যাতিত হয়ে মদিনা গিয়ে আশ্রয় নেন। তার এই জন্মভূমি ত্যাগ করার ঘটনাকে ইসলামে ‘হিজরত’ আখ্যা দেওয়া হয়। রসুল (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই হিজরি সাল গণনার সূচনা ঘটে। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.)-এর শাসনামলে ১৭ হিজরি অর্থাৎ রসুল (সা.)-এর মৃত্যুর সাত বছর পর চন্দ্র মাসের হিসাবে এই পঞ্জিকা প্রবর্তন করা হয়। হিজরতের ঐতিহাসিক তাৎপর্যের ভিত্তিতে হজরত ওমর (রা.)-এর শাসনামলে মুসলমানদের জন্য পৃথক ও স্বতন্ত্র পঞ্জিকা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যেই সর্বসম্মতভাবে হিজরত থেকেই এই পঞ্জিকার গণনা শুরু হয়। ফলে চন্দ্রমাসের এই পঞ্জিকাকে বলা হয় ‘হিজরি সন’। প্রতিদিন সূর্যাস্তের মাধ্যমে দিন গণনার শুরু হয়। তবে মাস গণনার ক্ষেত্রে নির্দিষ্ট ভূখণ্ডে খালি চোখে অথবা দুরবিন বা সাধারণ দূরবীক্ষণ যন্ত্রের সহায়তায় চাঁদ দেখার ওপর নির্ভর করে। মাসগুলো চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ অথবা ৩০ দিনের হয়। যে মাস ২৯ দিনে শেষ হয়, কিন্তু নতুন মাসের চাঁদ দেখা যায় না, সে মাস ৩০ দিনে পূর্ণ করা হয়।

— উইকিপিডিয়া অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads