• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
এই দিনে

কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৮

১৭৯৩ : ফ্রান্সের হাত থেকে মেইঞ্জ পুনরুদ্ধার করে প্রুশিয়া।

১৭৯৭ : নেপোলিয়নের সেনারা কায়রো শহরকে ফরাসিদের করতলগত করে।

১৮৪৩ : সাহিত্যিক ও সাংবাদিক রায়বাহাদুর কালী প্রসন্ন ঘোষের জন্ম।

১৮৯৩ : ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’-এর আদি রূপ ‘বেঙ্গল আকাদেমি অব লিটারেচার’ প্রতিষ্ঠা হয়।

১৮৯৮ : কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৯০০ : প্রথম ‘প্যান-আফ্রিকা’ সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯২১ : চীনের কমিউনিস্ট পার্টির প্রথম প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।

১৯২৫ : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম।

১৯২৭ : ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বাইয়ে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু করে।

১৯৩৪ : ব্রিটিশ সরকার ভারতীয় কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।

 

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের এক জমিদার বংশে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম। বাল্যকালে বাবাকে হারিয়ে তিনি মা এবং বিধবা পিসিমার আদর-যত্নে লালিত-পালিত হন। ১৯১৬ সালে স্বগ্রামের যাদবলাল উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স পাস করে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে আইএ শ্রেণিতে ভর্তি হন। সে সময় মহাত্মা গান্ধীর  অসহযোগ আন্দোলন চলছিল। সেই আন্দোলনে যোগ দিয়ে ১৯২১ সালে তিনি এক বছর অন্তরীণ থাকেন। ফলে তার শিক্ষাজীবনের এখানেই সমাপ্তি ঘটে। পরে তিনি পুরোপুরিভাবে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৪০ সালে তিনি স্থায়ীভাবে কলকাতার বাসিন্দা হন এবং সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়। প্রথম জীবনে কিছু কবিতা লিখলেও কথাসাহিত্যিক হিসেবেই তারাশঙ্করের প্রধান খ্যাতি। বীরভূম-বর্ধমান অঞ্চলের মাটি ও মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনচিত্র, স্বাধীনতা আন্দোলন, যুদ্ধ, দুর্ভিক্ষ, অর্থনৈতিক বৈষম্য, ব্যক্তির মহিমা ও বিদ্রোহ, সামন্ততন্ত্র-ধনতন্ত্রের দ্বন্দ্বে ধনতন্ত্রের বিজয় ইত্যাদি তার উপন্যাসের বিষয়বস্তু। মানবচরিত্রের নানা জটিলতা ও নিগূঢ় রহস্য তার উপন্যাসে জীবন্তভাবে প্রকাশ পেয়েছে। জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনা। ‘জগত্তারিণী স্বর্ণপদক’ ‘রবীন্দ্র পুরস্কার’, ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’, ‘জ্ঞানপীঠ পুরস্কার’ এবং ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

— উইকিপিডিয়া অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads