• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দেশে ৮০০ পর্যটন স্থান চিহ্নিত : প্রতিমন্ত্রী

বান্দরবানের আমিয়াখুম জলপ্রপাত

সংগৃহীত ছবি

সংসদ

দেশে ৮০০ পর্যটন স্থান চিহ্নিত : প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ ২০১৯

বাংলাদেশে প্রায় ৮০০টি পর্যটন স্থান চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের বিদ্যমান প্রাকৃতিক ও ঐতিহাসিক দর্শনীয় স্থানসমুহে উন্নত অবকাঠামো নির্মাণের পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন সুবিধাদি অন্তর্ভূক্ত থাকবে।

এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৫৩টি দেশের বেসামরিক বিমান চলাচল চুক্তি রয়েছে। বিভিন্ন বিমান সংস্থা বাংলাদেশে সপ্তাহে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করে।

এর মধ্যে ভারত ৫৩টি, ইউএই ৭৮টি, মালয়েশিয়া ৪২টি, সিঙ্গাপুর ১৬টি, ভুটান ৪টি, কাতার ২৯টি, থাইল্যান্ড ২১টি, পাকিস্তান ৪টি, কুয়েত ১২টি, সৌদি আরব ৩১টি, শ্রীলঙ্কা ৭টি, চীন ১৬টি, বাহারাইন ৫টি, আজারবাইজান ৩টি ও ওমান ৪টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads