• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ধর্ম

কোরআনের শিক্ষাই মৌলিক শিক্ষা

  • মুফতি সাইফুল ইসলাম
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৮

আমাদের সন্তানরা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা হচ্ছে জান্নাতের ফুল। তারা ফুল হয়ে আমাদের মাঝে সুগন্ধ ও সৌরভ ছড়ায়। একটি হাদিসে আছে, নবী (সা.) হাসান, হোসেন সম্পর্কে বলেছেন, তারা জান্নাতের ফুল। আর আমি তাদের শরীর থেকে সুগন্ধি নিয়ে থাকি। পবিত্র কোরআনের সুরা আল ইমনারের ১৪ নম্বর আয়াতে আল্লাহপাক ইরশাদ করেছেন, মানুষের জন্য নারী, সন্তান, সোনা-রুপার স্তূপ, সেরা ঘোড়া, গবাদিপশু ও কৃষিক্ষেতের প্রতি আসক্তিকে বড়ই সুসজ্জিত ও সুশোভিত করা হয়েছে। কিন্তু এগুলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। প্রকৃতপক্ষে উত্তম আবাস তো রয়েছে আল্লাহর কাছে। পবিত্র কোরআনের সুরা কাহফের ৪৬ আয়াতে আল্লাহপাক আরো ইরশাদ করেছেন, এ ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের একটি সাময়িক সৌন্দর্য-শোভা মাত্র। আসলে তো স্থায়িত্ব লাভকারী সৎকাজগুলোই তোমার রবের কাছে ফলাফলের দিক দিয়ে উত্তম এবং এগুলোই উত্তম আশা-আকাঙ্ক্ষা সফল হওয়ার মাধ্যম। এই দুই আয়াতেই সন্তান-সন্ততিকে আল্লাহপাক সৌন্দর্যের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

হাদিসে এসেছে, প্রত্যেক শিশু যখন দুনিয়ায় আসে তখন সে মুসলিম হিসেবে আসে। তার পরে শিশুটির বাবা-মা তাকে হয়তো ইহুদি বানায় কিংবা নাসারা বানায়। অন্য আরো একটি হাদিসে এসেছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং শিশুদের সঙ্গে ইহসান করো। হাদিসে যে ইহসান শব্দ এসেছে, এর বিপরীত শব্দ হলো জুলুম। আমরা প্রত্যেকেই তো শিশুরা যা চায়, যেভাবে চায় তা-ই দিয়ে থাকি। তাহলে হাদিসে কেন তাদের সঙ্গে ইহসান করার কথা বলা হয়েছে? আমরা কি শিশুদের সঙ্গে জুলুম করছি? আমরা কি আমাদের সন্তানদের আলাদা করে একটু সময় দিয়ে থাকি? তারা পিতা-মাতাকে যখন একটি কথা বলতে চায়, আমরা পিতা-মাতা হিসেবে তাদের কথা কি গুরুত্ব দিয়ে শুনি? আমরা কি আমাদের সন্তানদের শিরক থেকে দূরে রাখার চেষ্টা করি? আমরা কি আমাদের সন্তানদের আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি? হাদিসে এসেছে, যখন তোমরা তোমাদের সন্তানদের শিক্ষা দেবে, তখন ভালো কিছু শিক্ষা দেবে। কয়েকদিন আগে প্রবীণ দিবস গেছে। এই প্রবীণ দিবসে কত ধরনের অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠান যে শুধু এ বছর হয়েছে তা কিন্তু নয়। বরং প্রতি বছর এই অনুষ্ঠান হয়ে থাকে। তাহলে প্রতি বছর বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাচ্ছে কেন? আসলে আমরা সন্তানদের কোরআন শিক্ষা দিচ্ছি না। একজন সন্তান যখন জানতে পারবে, মা-বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, তাহলে কি একজন সন্তান তার বাবা-মাকে কষ্ট দেবে? কখ্খনো না। ধর্মীয় শিক্ষা মৌলিক শিক্ষা। কোরআনের শিক্ষাই মৌলিক শিক্ষা।

 

শ্রুতিলিখন : ওয়ালি উল্লাহ সিরাজ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads