• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
কাবা শরীফকেন্দ্রিক রচিত হোক পৃথিবীর প্রাইম টাইম জোন

কাবা শরীফ

ছবি : সংগৃহীত

ধর্ম

কাবা শরীফকেন্দ্রিক রচিত হোক পৃথিবীর প্রাইম টাইম জোন

  • এ বি এম রুহুল হাসান
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০১৮

বর্তমানে স্থানীয় সময় নির্ধারণে যে আন্তর্জাতিক সময় নির্ধারক রয়েছে, তাকে বলা হয় UTC (Coordinated Universal Time)। আন্তর্জাতিক সময় নির্ধারক হিসেবে GMT-এর এখন কোনো অস্তিত্ব নেই। ১৯৭২ সালের ১ জানুয়ারি থেকেই GMT (Greenwich Mean Time)-এর পরিবর্তে UTC ব্যবহূত হচ্ছে। যখন গ্রিনিচ মেরিডিয়ানের ওপর সূর্য থাকে, তখন দুপুর ১২টা ধরে বিশ্বের সব অঞ্চলের সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিশ্বের বিভিন্ন গতির কারণে সূর্য যখন পুনরায় মাথার উপর আসে, তখন সর্বোচ্চ সময়ের পার্থক্য হয় ১৬ মিনিট। এ সব অসুবিধা দূর করার লক্ষ্যে UTC ব্যবহূত হতে থাকে। কিন্তু বিশ্বের সব সময়-অঞ্চল এখনো গ্রিনিচকে প্রাইম মেরিডিয়ান ধরে নির্ণয় করা আছে। গ্রিনিচকে দ্রাঘিমা ০ ডিগ্রি ধরে সেখান থেকে ১৫ ডিগ্রি অন্তর ভাগ করে সমস্ত বিশ্বকে ২৪টি সময়-অঞ্চলে বিভক্ত করা হয়েছে। ফলে আমরা যখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি দুপুর ১২টা, তখন গ্রিনিচে সময় সকাল ৬টা। গ্রিনিচের আগের দেশগুলোর সময় ভাগ করা হয়েছে গ্রিনিচের সঙ্গে সর্বোচ্চ ১২ ঘণ্টা যোগ করে এবং গ্রিনিচের পশ্চিমের দেশগুলোর সময় ভাগ করা হয়েছে সর্বোচ্চ ১২ ঘণ্টা বিয়োগ করে। যদিও রাজনৈতিক কারণে এই সময়-অঞ্চল ২৪টি থেকে ৩৯টি হয়েছে। মুসলমানদের উচিত কাবা শরিফকে কেন্দ্র ধরে বিশ্বের ডান ও বাঁয়ের সব সময়-অঞ্চল নির্ধারণ করা। কাবা শরিফের ওপর দিয়ে পৃথিবীর প্রাইম মেরিডিয়ান স্থির করা উচিত। গ্রিনিচের ওপর দিয়ে প্রাইম মেরিডিয়ান কল্পনা করার কোনো যৌক্তিক কারণ নেই।  পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি বিশ্বের কেন্দ্রে আছি, তার দাবি একদিক থেকে সত্য। কেননা সেই স্থানের ডান দিক থেকে যে কয়টি দ্রাঘিমা পেরিয়ে সে তার অবস্থানে আসতে পারবে, একইভাবে বাঁ দিক থেকে ঠিক সে কয়টি দ্রাঘিমা পেরিয়ে আবার আগের অবস্থানে ফিরে আসতে পারবে। সুতরাং বিশ্বের যে কোনো স্থানের উত্তর-দক্ষিণ মেরুর সংযোজক রেখাকে মূল মধ্যরেখা হিসেবে কল্পনা করা যায়।

কেউ যদি বিশ্বের কোনো একটি স্থানে মূল মধ্যরেখা কল্পনা করে নেয় এবং সেই কল্পিত রেখার দুই পাশে পা প্রশস্ত করে ভাবে তার একটি পা পূর্ব গোলার্ধে এবং অন্য পা পশ্চিম গোলার্ধে তবে তার এ ধারণাটিও সত্য। যদিও তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। কেননা সে স্থানের কোনো ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব নেই। সুতরাং পৃথিবীর এমন একটি স্থানের ওপর দিয়ে মূল মধ্যরেখা স্থির করা উচিত, যে স্থানটির ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব আছে। আর তা হচ্ছে কাবা শরিফ। কাবা শরিফ এমন একটি স্থান, যে স্থানটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম। এই স্থানের পবিত্রতা অপরিসীম। স্থানটি পূর্ব-পশ্চিমে সবার কাছে পরিচিত এবং গুরুত্বসহ বিবেচিত। এ স্থানটি ছাড়া আর কোনো স্থানের এতটা ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব নেই। সুতরাং কাবা শরীফকেন্দ্রিক রচিত হোক পৃথিবীর প্রাইম টাইম জোন। কাবা শরিফকে কেন্দ্র ধরে যখন বিশ্বের সব সময়-অঞ্চল নির্ধারণ করা হবে, তখন যে কোনো স্থানের স্থানীয় সময় হবে, (UTC) + (কাবা শরিফকেন্দ্রিক রচিত টাইম জোন) অথবা (UTC) (কাবা শরিফকেন্দ্রিক রচিত টাইম জোন)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads