• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পবিত্র ঈ’দ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ১২ দিন ব্যাপী মাহফিলের আয়োজন

সংগৃহীত ছবি

ধর্ম

পবিত্র ঈ’দ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ১২ দিন ব্যাপী মাহফিলের আয়োজন

  • এহতেশাম শোভন
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০১৮

মাদারটেক পুরাতন বড় জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈ’দ-এ- মিলাদুন্নবী উপলক্ষে ১২ দিন ব্যাপী ৪র্থ বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিল ১০ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব হতে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।
স্থান : মাদারটেক পুরাতন বড় জামে মসজিদ , সবুজবাগ, ঢাকা।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো: গোলাম হোসেন, মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সন্মানীত সভাপতি আলহাজ্ব মো: আলতাফ হোসেন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মো: জাহাঙ্গীর হোসেন।

১২ দিন ব্যাপি উক্ত মাহফিলে বিশিষ্ঠ আলেম ওলামাগণ বিভিন্ন দিন বিষয় ভিত্তিক মূল্যবান তাকরীর পেশ করবেন।

মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন -

** আল্লামা হাফেজ রফিকুল ইসলাম, (সাবেক মুহাদ্দিস,ফরাজকিান্দি উয়েসিয়া কামিল মাদরাসা,মতলব, চাঁদপুর)
** আল্লামা জসিম উদ্দিন আল আজহারী, (মুহাদ্দিস, কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা,মোহাম্মদপুর ,ঢাকা)
** আলহাজ্ব মওলানা তাজুল ইসলাম চাঁদপুরী, (খতিব, মদিনাবাগ শাহী জামে মসজিদ মুগদা,ঢাকা)
** আল্লামা আবুল কাশেম ফজলুল হক, (উপাধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা,মোহাম্মদপুর ,ঢাকা)
** মওলানা সাইফুল ইসলাম বাগদাদী, (খতিব ,কৃষি মার্কেট তাহেরিয়া জামে মসজিদ,মোহাম্মদপুর, ঢাকা)
** আলহাজ্ব মওলানা হুমায়ুন কবির নোমানী, (সহকারী অধ্যাপক, পরশুরাম ইসলামিয়া ফাদ্বিল মাদরাসা,ফেনী)
** মওলানা ছদর উদ্দীন আল আজহারী, (খতিব আজিমপুর ছোট দায়রা শরীফ জামে মসজিদ,ঢাকা)
** মওলানা রফিকুল আসলাম হেলালী, (মুহাদ্দিস,ধামতি কামিল মাদরাসা,খতিব,আন নুর জামে মসজিদ,মাদারটেক ঢাকা)
** মওলানা সুলাইমান খান রাব্বানী, (খতিব আলিয়া পাড়া কেন্দ্রিয় জামে মসজিদ,মাদারটেক,ঢাকা)
** আলহাজ্ব মাওলানা মাসুদ হোসাইন আল কাদেরী (নির্বাহী মহাসচিব, আহলে সুন্নত ওয়াল জামাত)
** আলহাজ্ব মাওলানা হাফেজ মনিরুজ্জামান কাদেরী (প্রভাষক, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা,মোহাম্মদপুর,ঢাকা)
** আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান শাহপুরী

এছাড়া বিশেষ কর্মসুচি হিসেবে ২২ নভেম্বর, বৃহস্পতিবার জশনে জুলুস আরম্ভ হবে সকাল ৯ টায় । উক্ত কর্মসুচিতে সমাপনী বক্তব্য, আখেরি মুনাজাত ও তাবাররুক বিতরণ (বাদ জোহর) করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads