• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ধর্ম

সবসময় আল্লাহকেই ভয় করতে হবে

  • মাওলানা আবদুল মুমিন
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

জীবনের প্রতিটি মুহূর্তে বান্দা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য ছাড়া সে কিছুই করতে পারে না। এ আকিদা যার অন্তরে থাকবে, অবশ্যই আল্লাহর প্রতি তার আজমত হবে এবং এর দ্বারা নামাজে খুশু-খুজু সৃষ্টি হয়। কারো প্রতি ভয় হলে তাকে সম্মানপূর্বক অনুসরণ করা হয়। ভয় না হলে সম্মানও করা হয় না, অনুসরণও নয়। প্রকৃতপক্ষে কারো প্রতি ভয় সৃষ্টি হওয়ার জন্য শর্ত হলো তার মধ্যে সে যোগ্যতা থাকা। অনেক লোক আছে, তারা বাস্তবে বড় ও প্রভাবশালী কিন্তু অন্যের অন্তরে তার ভয় নেই, প্রভাবও নেই। ফলে তার প্রতি বিনয় সৃষ্টি হয় না। সুতরাং কারো প্রতি ভয় সৃষ্টি হওয়ার জন্য তার বড় হওয়াই যথেষ্ট নয়, বরং তার মধ্যে ভয়ের যোগ্যতা থাকতে হবে।

রসুলুল্লাহ (সা.) বিশ্বমানবতার জন্য মহান শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। সাহাবায়ে কেরাম সব বিষয়েই তাঁকে জিজ্ঞাসা করতেন। একবার তাঁরা বিশ্বনবীকে (সা.) জিজ্ঞাসা করলেন যে, সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? এমন প্রশ্নে বিশ্বনবী (সা.) বললেন, যে আল্লাহকে বেশি বেশি ভয় করে। এ সম্পর্কে তিনি সাহাবায়ে কেরামের উদ্দেশে একটি হাদিস বর্ণনা করেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত- একবার রসুলুল্লাহ (সা.)কে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রসুল (সা.) সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? তিনি বললেন, সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহতায়ালাকে বেশি ভয় করে।

আল্লাহতায়ালা পবিত্র কোরআনে একমাত্র তাঁকেই ভয় করার নির্দেশ দিয়েছেন এবং তিনি ছাড়া অন্য কাউকে ভয় করা থেকে বিরত থাকতে বলেছেন। এ মর্মে পবিত্র কোরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন, ‘সে তো শয়তান। সে তোমাদের তার বন্ধুদের ভয় দেখায়। তোমরা তাদের ভয় কর না; বরং আমাকে (আল্লাহকে) ভয় কর, যদি তোমরা মুমিন হও।’ (সুরা ইমরান : ১৭৫)। তিনি আরো ইরশাদ করেছেন, ‘অতঃপর মানুষকে ভয় কর না; বরং আমাকেই (আল্লাহকে) ভয় কর। আর আমার আয়াতগুলো স্বল্পমূল্যে বিক্রি কর না।’ (সুরা মায়েদা)।

আল্লাহর ভয় তাওহিদের একটি শাখা। তাই ভয় একমাত্র আল্লাহকেই করতে হবে, অন্য কাউকে করা যাবে না। কেননা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করলে তা হবে শিরকের শামিল। আল্লাহর ভয় একটি মৌলিক বিষয়। আল্লাহর ভয় থেকে যাদের হূদয় শূন্য, তারা দুনিয়াতেও বিপথগামী, পরকালেও তারা বঞ্চিত হবে জান্নাতের অবর্ণনীয় সুখ-স্বাচ্ছন্দ্য থেকে। তাই আল্লাহর ভয় অন্তরে ধারণ করার অন্য কোনো বিকল্প নেই। আর এর জন্য প্রয়োজন যথার্থ জ্ঞানার্জন। কারণ পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। ইরশাদ হয়েছে, ‘বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে।’ (সুরা ফাতির : ২৮)।

 

শ্রুতিলিখন : ওয়ালি উল্লাহ সিরাজ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads