• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ফেনীর ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ

সংগৃহীত ছবি

ধর্ম

ফেনীর ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ

  • প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০১৮

ফেনীর ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ। ফেনী জেলার সদর ইউনিয়নের শর্শদীতে অবস্থিত একটি প্রাচীন মসজিদ ও বাংলাদেশের একটি সংরক্ষিত পুরাকীর্তি। মোগল আমলে এই মসজিদটি ফেনী অঞ্চলের শর্শদীতে নির্মাণ করেন স্থানীয় একজন মোগল কর্মকর্তা মোহাম্মদ আলী চৌধুরী। 

মোগল নায়েব মোহাম্মদ আলী চৌধুরী ১৭৬২ সালে ফেনীর এ অঞ্চলে নিয়োগপ্রাপ্ত হন। তার সময়কালে তিনি এ এলাকায় অনেক স্থাপনা নির্মাণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফেনীর এই মসজিদটি। ব্রিটিশবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ১৭৯০ সালে তিনি এ অঞ্চলের জমিদারি হারান। 

মসজিদটি তিন গম্বুজবিশিষ্ট। মসজিদটি শর্শদী মাদরাসার ভেতরে অবস্থিত। দেখলেই পুরনো কারুকাজের নৈপুণ্যে মানুষ অতীতে ভাসবে। মসজিদের শিলালিপি অনুসারে, এর নির্মাণকাল ১৬৯০ থেকে ১৬৯১ সাল। তবে শিলালিপি থেকে আর কোনো তথ্য পাওয়া যায় না। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতরের মালিকানাধীন এ মসজিদটিতে বর্তমানে প্রাচীন দেয়ালের ওপর নতুন করে রঙ করা হয়েছে। তবে রঙটা আগের রঙেই, অর্থাৎ এসব পুরাকীর্তিতে সাধারণত যে রঙ ব্যবহার করা হয়, তা-ই দেওয়া হয়েছে। ম্লান হয়নি তাই পুরনো ঐতিহ্য। মাদরাসার রঙ আর মসজিদের রঙ একটা আলাদা সৌন্দর্যের কম্বিনেশন তৈরি করেছে। আশপাশের গাছগাছালি একাত্মতা জাহির করছে দুটি ভবনের সঙ্গে। 

মূল মসজিদের সামনে একটি লাল রঙ করা ইউকার ডিজাইনের প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের ভেতরে রয়েছে সমতল খালি জায়গা। এর পরই মূল মসজিদের স্থাপনাটি অবস্থিত। মূল গম্বুজের ওপর কালো আকৃতির একটি লম্বা নকশা করা মিনারের মতো উঁচু অংশ রয়েছে, যার চারপাশে ইট বসিয়ে গোলাকৃতিতে সাজানো হয়েছে। এ ছাড়া পূর্বদিকের দেয়ালে একটি বড় প্রবেশপথ ও তার দুপাশে খিলানের মতন নকশা করা স্থাপত্যশৈলী রয়েছে।  

সাহিদা সাম্য লীনা

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads