• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ধর্ম

ভোটারদের দায়িত্ব ও কর্তব্য

  • মাওলানা ফরিদুল ইসলাম
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০১৮

ভোটের বিষয়টি হচ্ছে একটি সাক্ষ্য প্রদান মাত্র। পবিত্র কোরআন যেভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানকে হারাম সাব্যস্ত করেছে, একইভাবে সত্য সাক্ষ্য প্রদানকে জরুরি ও আবশ্যকীয় দায়িত্বরূপে নির্ধারণ করে দিয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহপাক ইরশাদ করেছেন, তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাক, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান কর। (সুরা নিসা, আয়াত : ১৩৫) অত্যাচারী, পাপাচারী ও বেঠিক লোককে ভোট প্রদান যেমন বিরাট পাপের কারণ হয়ে থাকে; ঠিক তেমনি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ায় বিরাট সওয়াবও রয়েছে।

আপনার ভোট ও সাক্ষ্যদানের মাধ্যমে যে জনপ্রতিনিধি সংসদ বা আইন সভায় পৌঁছাবেন, তিনি তাতে যত রকম ভালো-মন্দ পদক্ষেপ নেবেন তার দায়-দায়িত্ব ও জবাবদিহিতা আপনার-আমার ওপরও বর্তাবে। আমরাও তাঁর সঙ্গে পাপ-পুণ্যে অংশীদার হব।

এক্ষেত্রে এটি খুব ভালো রকম মনে রাখতে হবে যে, ব্যক্তিগত পর্যায়ে বা কারো একার কর্মকাণ্ডে কোনো ভুল হয়ে গেলে তার ভালো-মন্দ প্রভাব ব্যক্তি ও সীমিত পর্যায়ে পড়ে থাকে; পাপ-পুণ্যও সীমিত হয়ে থাকে। পক্ষান্তরে, জাতীয় ও রাষ্ট্রীয় ব্যাপার-স্যাপারে পুরো জাতি তাতে প্রভাবান্বিত হয়ে থাকে। তার সামান্যতম ক্ষতিও ক্ষেত্রেবিশেষে কখনো কখনো পুরো জাতির ধ্বংসের কারণ হয়ে থাকে। তাই তার সওয়াব বা শাস্তিও অনেক বেশি ও বড় হয়ে থাকে।

সত্য-সাক্ষ্য গোপন করা পবিত্র কোরআনে হারাম বলা হয়েছে। তাই আপনার কেন্দ্রে বা আসনে নির্বাচনে যদি কোনো সঠিক বোধ-বিশ্বাসসম্পন্ন, ধর্মপরায়ণ প্রার্থী প্রস্তুত থাকেন তাহলে তাকেই ভোট দিতে হবে। এতে ত্রুটি বা ব্যতিক্রম করা কবিরাহ গুনাহের নামান্তর। যে প্রার্থী ইসলামী শাসন ব্যবস্থা-বিরোধী ধ্যান-ধারণা পোষণ করেন বা ইসলাম-বিরোধী দৃষ্টিভঙ্গিসম্পন্ন হন, তেমন কাউকে ভোট দেওয়া একটি মিথ্যা-সাক্ষ্যের অপর নাম যা ‘কবিরাহ গুনাহ’। (মিশকাত শরিফ)

টাকা-পয়সার বিনিময়ে ভোট প্রদান সর্বনিকৃষ্ট পর্যায়ের ঘুষ গ্রহণ হিসেবে গণ্য এবং কয়েকটি টাকার খাতিরে ইসলাম ও রাষ্ট্রদ্রোহের নামান্তর।

মহানবী (সা.) ইরশাদ করেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে অপরের দুনিয়া অর্জনের স্বার্থে নিজের ধর্ম হারিয়ে ফেলে।

 

মাওলানা ফরিদুল ইসলাম

খতিব, বাড্ডা বাজার মসজিদ

শ্রুতিলিখন : ওয়ালি উল্লাহ সিরাজ

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads