• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
স্বাধীনতা সুরক্ষায় জাতীয় ঐক্য

স্বাধীনতা সুরক্ষায় জাতীয় ঐক্য

প্রতীকী ছবি

ধর্ম

স্বাধীনতা সুরক্ষায় জাতীয় ঐক্য

  • মোহাম্মদ মাকছুদ উল্লাহ
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০১৯

কোনো ভূখণ্ডের স্বাধীনতা সংরক্ষণে সেখানে বসবাসকারী বিভিন্ন শ্রেণি, পেশা ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখে এক অভিন্ন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সবচেয়ে জরুরি। সে কারণেই রসুলুল্লাহ (সা.) হিজরতের পর নবপ্রতিষ্ঠিত মদিনা প্রজাতন্ত্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেখানে বসবাসকারী ইহুদি, মুশরিক, পৌত্তলিক ও মুসলমানদের সমন্বয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেন। সে লক্ষ্যে ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়ন করা হয়। সনদের ধারাগুলো বিশ্লেষণ করলে জাতীয় ঐক্যের প্রতি মহানবী (সা.)-এর সবিশেষ গুরুত্ব প্রদানের বিষয়টি স্পষ্ট প্রমাণিত হবে।

১.   বনু আওফের ইহুদিরা মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে একই উম্মত বা জাতি হিসেবে বিবেচিত হবে। ইহুদি ও মুসলমানরা নিজ নিজ দ্বীনের ওপর আমল করবে। বনু আওফ ছাড়া অন্য ইহুদিরাও একই রকম অধিকার ভোগ করবে।

২.   ইহুদিরা নিজেদের সমুদয় ব্যয়ের জন্য দায়ী হবে এবং মুসলমানরা নিজেদের ব্যয়ের জন্য দায়ী হবে।

৩.   এই চুক্তির অন্তর্ভুক্ত কোনো অংশের সঙ্গে কেউ যুদ্ধ করলে সবাই সম্মিলিতভাবে তাদের সঙ্গে সহযোগিতা করবে।

৪.   যতদিন যুদ্ধ চলতে থাকবে, ততদিন ইহুদিরাও মুসলমানদের সঙ্গে যুদ্ধের ব্যয়ভার বহন করবে।

৫.   এই চুক্তির অংশীদাররা সবাই পরস্পরের কল্যাণ কামনা করবে। তবে সেই কল্যাণ কামনা ও সহযোগিতা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হতে হবে, অন্যায়ের ওপর নয়।

৬.   কোনো ব্যক্তি তার মিত্রের অপরাধে অপরাধী বিবেচিত হবে না।

৭.   মজলুমকে সর্বতোভাবে সাহায্য করা হবে।

৮.   এই চুক্তির অংশীদারদের জন্য মদিনায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা ও রক্তপাত নিষিদ্ধ থাকবে।

৯.   এই চুক্তির অংশীদারদের মধ্যে কোনো নতুন সমস্যা দেখা দিলে বা ঝগড়া-বিবাদ হলে আল্লাহর বিধান অনুযায়ী রসুলে করিম (সা.) তাঁর মীমাংসা করবেন।

১০.  মদিনার ওপর কেউ হামলা করলে সেই হামলা মোকাবেলায় চুক্তি স্বাক্ষরকারী সব পক্ষ পরস্পরকে সহযোগিতা করবে। সব পক্ষ নিজ নিজ অংশের প্রতিরক্ষার দায়িত্ব পালন করবে।

১১.  এই চুক্তির মাধ্যমে কোনো অত্যাচারী বা অপরাধীকে আশ্রয় দেওয়া হবে না। (আর রাহিকুল মাখতুম)

মহানবী হজরত মোহাম্মদ (সা.) কর্তৃক সম্পাদিত ঐতিহাসিক মদিনা সনদ শুধু মদিনা প্রজাতন্ত্রের সার্বভৌমত্বকেই রক্ষা করেনি, মদিনায় বসবাসকারী প্রত্যেক নাগরিকের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করেছে। কেউ অধিকার ভোগের নামে তার ক্ষমতা ও প্রতিপত্তির জোরে অন্যের অধিকার দলিত-মথিত ও নিষ্পেষিত করবে, রাষ্ট্রের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করবে, ষড়যন্ত্রে মেতে উঠবে, সে সুযোগ রসুলের মদিনায় ছিল না।

 

লেখক : পেশ ইমাম ও খতিব

রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদ

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads