• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নামাজ খোদার কাছে চাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম

বাংলাদেশের খবর

ধর্ম

নামাজ খোদার কাছে চাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম

  • বাংলাদেশের খবর
  • প্রকাশিত ০৮ মে ২০২০

নামাজ মুমেনের জন্য খোদার সাথে সব চেয়ে নিকটতম সাক্ষাতের মাধ্যম। এখন রমজানের মাগফিরাতকালীন সময়। সবাই আমরা বলছি, করোনাকাল। আসলে কাল তো সব ওই আল্লাহর হাতে। তিনি চাইলে এক নিমিষেই আমাদের এই করোনা সমস্যার সমাধান করে দিতে পারেন। এই বিশ্বাসের নামই ঈমান।

পৃথীবির জ্ঞান-বিজ্ঞানে শক্তিশালী রাষ্ট্রগুলোর নাকের ডগায় বসে তুচ্ছ মাছির মতো খেলে যাচ্ছে করোনা। শত শত লোকের জীবরে বিনিময় ক্ষেত্র বিশেষে কেড়ে নিয়েছে আমাদের মনুষত্বটাও। তাই বেশি বেশি নামাজের মাধ্যমে এই বিশ্ব মহামারীর সমস্যা নিয়ে আল্লার দরবারে ফরইয়াদ করা।যেন দ্রুত তিনি আমাদের আর পরীক্ষায় না ফেলে এই মহাবিপদ থেকে সকলকে রক্ষা করেন।

নামাজ বেহেস্তেরও চাবি। নামাজে একাগ্রচিত্রে এর চেয়ে কিবা ক্ষেত্র আছে যেখান থেকে সৃষ্টিকর্তার প্রশংসা করবেন, তাঁর গুণ গাইবেন এবং প্রয়োজনের জন্য তার কাছে হাত পাতবেন।
সমাজের প্রত্যেকটি চাহিদা, সমস্যার কোন অন্তঃ নেই। আর সৃষ্টির সেরা এই জীবের আহবানের অপেক্ষা থাকতে পছন্দ করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন।

আনুষ্ঠানিক ইবাদত যেমন নামাজ-রোজা ও যাকাতের মাধ্যমে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এমন অনেক খোদাপ্রেমিক আছেন যারা মনে করেন স্রষ্টার স্মরণ যেহেতু সার্বক্ষণিকভাবে অন্তরে আছে তাই আনুষ্ঠানিক নামাজ পড়ার প্রয়োজন নেই। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। নামাজই কৃতজ্ঞতা জানানোর শ্রেষ্ঠ মাধ্যম।

হযরত মোহাম্মদ (সা.)কে বাদ দিয়ে স্রষ্টাকে পাওয়া যাবে না। মহানবীর চেয়ে বেশি স্রষ্টার স্মরণে মগ্ন ও স্রষ্টাপ্রেমিক কেউ পৃথিবীতে আসবেন না। মহানবী (সা.) যেহেতু নামাজ বাদ দিয়ে স্রষ্টার প্রিয় হওয়ার চেষ্টা করেননি তাই মানবজাতির জন্য নামাজকে বাদ দিয়ে স্রষ্টার প্রিয় হওয়ার কোন সুযোগ নেই।

মুসলমানরা নামাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। নামাজ হলো বিশ্বাসীর মেরাজ। নামাজের জন্য আযানের মাধ্যমে আহবান জানিয়ে স্রষ্টা অপেক্ষায় থাকেন কখন তার বান্দা তার কাছে যাবে ও সেজদায় নত হবে। কেননা নামাজে মানুষ যখন সেজদায় যায়, তখন সে স্রষ্টার সবচেয়ে কাছাকাছি চলে আসে।

নামাজে যত বিনয়ী হওয়া যাবে তত নিজের অসহায়ত্বকে ফুটিয়ে তোলা যাবে তত স্রষ্টার করুণা বর্ষিত হবে তার বান্দার উপর।নামাজে সেজদার মাধ্যমে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার সর্বোত্তম প্রকাশ ঘটে।

লেখক, কামিল শিবলী
ফ্রিল্যান্স রাইটার

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads