• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল ডুডলে স্বাধীনতা দিবস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ মার্চ ২০১৮

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল তাদের হোমপেজে বিশেষ ডুডল প্রদর্শন করছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয়এই সার্চ ইঞ্জিনের হোমপেজে স্থান পেয়েছে আমাদের জাতীয় পতাকা।এর পেছনে বাংলাদেশের সবুজ ভূপ্রকৃতি আর সাদা রঙে গুগল লেখা দেখাচ্ছে।

গুগল তাদের ডুডল পেজে লিখেছে, ৪৭ বছর আগে আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। দিনটি একটি জাতির জন্ম দিন। আজ বাংলাদেশের মানুষ ঐতিহাসিক দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করছে।  দিনটিকে স্মরণ করতে ডুডলে বাংলাদেশের মাটিতে গর্বের পতাকা  উড়ছে, সে টি তুলে ধরা হয়েছে। শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।

বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত। ২০১৩ সাল থেকে স্বাধীনতা দিবসে ডুডল প্রকাশ করছে ডুডল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads