• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
গুগল ডুয়োতে স্ক্রিন শেয়ারিং

ডুয়োতে স্ক্রিন শেয়ারিং

সংরক্ষিত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল ডুয়োতে স্ক্রিন শেয়ারিং

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ মে ২০১৮

নিজস্ব ভিডিও চ্যাটিং অ্যাপ ডুয়োর নতুন সংস্করণে কলের সময় অ্যাপটিতে স্ক্রিন শেয়ারিং ফিচার নিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল। এর জন্য অ্যাপে নতুন একটি স্ক্রিন শেয়ারিং বাটন যোগ করা হয়েছে বলে জানানো হয়েছে প্রযুক্তি সাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, স্ক্রিন শেয়ারিং ফিচার বাটনটি চাপলে গ্রাহককে সতর্কবার্তা দেওয়া হবে যে, ডুয়ো আপনার স্ক্রিনের সবকিছু দেখানো শুরু করবে। ব্যবহারকারী অনুমতি দিলেই স্ক্রিনের চারপাশে একটি লাল দাগ দেখানো হবে। অন্য প্রান্তের গ্রাহককে লাল দাগের ভেতরের সব দেখানো হবে। পর্দায় লাল রঙের বাটনের মাধ্যমে গ্রাহক তার ইচ্ছেমতো সময়ে স্ক্রিন শেয়ারিং বন্ধ করতে পারবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন এই ফিচারটিতে এখনো কিছু ত্রুটি রয়েছে বলেও জানানো হয়েছে এনগ্যাজেটের পক্ষ থেকে। স্ক্রিন শেয়ারিং ফিচারটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু গুগল ডুয়োতে ফিচারটি পুরোপুরিভাবে ব্যবহার করতে নতুন আপডেটের জন্য এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহককে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads