• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল ক্রোমে ম্যালওয়্যার স্ক্যানার

  • প্রকাশিত ২৯ মে ২০১৮

সৈয়দ মো. মাসরুর রহমান

কম্পিউটারে ম্যালওয়্যার শনাক্ত করার জন্য রয়েছে বিভিন্ন টুল, অনলাইনেও এমন অনেক টুল রয়েছে। তবে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমেও আছে ম্যালওয়্যার শনাক্ত করার একটি ফিচার।

এই ম্যালওয়্যার স্ক্যানারটি বিভিন্ন সময়ে ব্রাউজারে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো অপসারণ করে থাকে। তবে ডিভাইসে থাকা ম্যালওয়্যার শনাক্ত করার জন্যও এটি ব্যবহার করা যায়।

যেভাবে ম্যালওয়্যার স্ক্যানারটি ব্যবহার করবেন :

প্রথমেই ক্রোমের সেটিংস অপশনে যেতে হবে। এবার সেটিংস পেজের একেবারে নিচের দিকে থাকা Advanced অপশনে ক্লিক করতে হবে। এরপর আরো কিছু অপশন পাওয়া যাবে। একেবারে নিচের দিকে Reset and clean up নামের একটি ট্যাব পাওয়া যাবে। এ ট্যাবের নিচেই আছে Clean up computer নামের একটি অপশন। এতে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। এখান থেকে Find and remove harmful software অপশনের পাশে থাকা Find বাটনে ক্লিক করলে ম্যালওয়্যার স্ক্যান শুরু করবে ব্রাউজারটি। স্ক্যানিং সম্পন্ন হলে জানিয়ে দেবে কম্পিউটারে ক্ষতিকর কোনো প্রোগ্রাম রয়েছে কি না।

তবে ক্রোমের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ম্যালওয়্যারই কেবল স্ক্যান করবে এ স্ক্যানারটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads