• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
ধারাবাহিক পরিচালনায় রওনক

রওনক হাসান

ছবি : সংগৃহীত

শোবিজ

ধারাবাহিক পরিচালনায় রওনক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

অভিনয়ের পাশাপাশি নির্মাণেও দেখা যায় রওনক হাসানকে। তার নির্মিত প্রতিটি নাটক ও টেলিফিল্মই দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন রওনক হাসান। ‘বিবাহ হবে’ শিরোনামের ধারাবাহিকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন তিনি নিজেই। সম্প্রতি নাটকটির ৪০ পর্বের চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।

নিজের পরিচালিত প্রথম ধারাবাহিক প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘বিবাহ হবে’ হচ্ছে একটি রোমান্টিক কমেডি ঘরানার নাটক। বাংলাদেশে যত শ্রেণির যত রকমের সমাজব্যবস্থা আছে প্রত্যেক সমাজব্যবস্থাতেই বিয়ে নিয়ে নানান সমস্যা দেখা দেয়। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যক্তিগত অনেক সমস্যা তৈরি হয়। আবার অনেক সময় হাস্য-রসাত্মক, টেনশন, ভয়ের মতো অনেক ঘটনার জন্ম নেয়। এসব ঘটনা মাথায় রেখে আমি নাটকটি নির্মাণ করেছি, যার মধ্য দিয়ে দর্শক সমাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ভাবার অবকাশ পাবে।

হঠাৎ করে ধারাবাহিক নাটক নির্মাণে আসা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সত্যি বলতে কী এখন অনেক মানহীন নাটক নির্মিত হচ্ছে বাজেট কমে যাওয়ার কারণে। মাস শেষে আমারো একটি নির্দিষ্ট অঙ্কের অর্থের প্রয়োজন হয়ে পড়ে। তো ভেবে দেখলাম মাসজুড়ে ভালো কিছু কাজ করার পাশাপাশি নিজের নির্মিত ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত থাকাটাই অনেক ভালো। সেই বিবেচনায় ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছি।’

নতুন বছরের শুরুতে প্রচার শুরু হবে নাটকটির। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, কল্যাণ কোরাইয়া, মুকুল সিরাজ, সুজাত শিমুল, মাহমুদুল ইসলাম মিঠু, জয়রাজ, রোবেনা রেজা জুঁই, অপর্ণা, নাদিয়া নদী, মুনিরা মিঠু, শহীদ উন নবী, অ্যালেন শুভ্র, জারা মিঠু প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads