• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আজীবন সম্মাননা পেলেন সাবিনা ইয়াসমিন

ছবি : সংগৃহীত

শোবিজ

আজীবন সম্মাননা পেলেন সাবিনা ইয়াসমিন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০১৯

কলকাতায় আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। বাংলা সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলা গানের প্রাচুর্য, ঐশ্বর্য, বন্দনা, বৈচিত্র্য তুলে ধরতে কলকাতার নজরুল মঞ্চে শুক্রবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘বাংলা উৎসব’। এ উৎসবে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ছাড়াও ভারতের আরতি মুখোপাধ্যায়কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

বাংলার সঙ্গীত শিল্পীদের নিয়ে এ উৎসবের পর্দা নামবে আজ। এ উৎসবে আজীবন সম্মাননা পেয়ে সম্মানিত বোধ করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সাবিনা ইয়াসমিন। সম্মাননা গ্রহণ করতে যাওয়ার আগে তিনি বলেন, ‘যেকোনো প্রাপ্তি আনন্দের। আমার গানের ক্যারিয়ারে এই প্রাপ্তি নিঃসন্দেহে গর্বের। শুধু এটা নয়, প্রতিটা সম্মাননা প্রাপ্তিই আমার জন্য গর্বের। আমি এই আনন্দটা দুই বাংলার মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।’

উৎসবের মূল অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন লোপামুদ্রা মিত্র, রেজওয়ানা চৌধুরী বন্যা, জীবনমুখী গান পরিবেশন করেন নচিকেতা চক্রবর্তী। এ ছাড়া সঙ্গীত পরিবেশন করেন ফাহমিদা নবী, শুভমিতা ও প্রবুদ্ধ কর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads