• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বাসায় ফিরলেন গাজী মাজহারুল আনোয়ার

ছবি : সংগৃহীত

শোবিজ

বাসায় ফিরলেন গাজী মাজহারুল আনোয়ার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০১৯

হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশের স্বনামধন্য সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। শনিবার নিজের বাসায় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ইউনাইটেড হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক মুজিবুর রহমানের অধীনে চলছিলো তার চিকিৎসা। সবার দোয়ায় সুস্থ হয়ে উঠেছেন এই কিংবদন্তি সংস্কৃতিজন। গতকাল বাসায় ফিরেছেন তিনি।

জানা গেছে, গতকাল দুপুরে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এই খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘প্রিয় মানুষ গাজী মাজহারুল আনোয়ারের হঠাৎ অসুস্থতার খবরে খুব বিষন্ন হয়ে পড়েছিলাম। চলচ্চিত্রের সবাই খুব চিন্তিত ছিলেন। আল্লাহর রহমতে তিনি এখন সুস্থ আছেন।

আজ (গতকাল) দুপুরে উনাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। গাজী সাহেবের স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ভয়ের কিছু নেই আর। এখন তিনি সুস্থ। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।’

বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের মধ্যে ৩টি গান গাজী মাজহারুল আনোয়ারের লেখা। সেগুলো হলো ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘জন্ম আমার ধন্য হল’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads