• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
লুইপার নতুন গান

ছবি : সংগৃহীত

শোবিজ

লুইপার নতুন গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ মে ২০১৯

এই প্রজন্মের নন্দিত কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা নতুন একটি দেশের গান নিয়ে শ্রোতা-দর্শকের মধ্যে উপস্থিত হয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের কথা ও সুরে এবং উজ্জ্বল সিনহার সঙ্গীতায়োজনে গেল বৃহস্পতিবার রাত ৯টায় ‘অপরূপ বাংলাদেশ’ গানটি প্রকাশিত হলো। মূলত নতুন ইউটিউব চ্যানেল ‘চ্যানেল বায়ান্ন’র যাত্রাই শুরু হলো সেদিন লুইপার এই দেশের গানটি প্রকাশের মধ্য দিয়ে। রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটার ফল রেস্টুরেন্টে লুইপার আহ্বানে নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানাতে ও দোয়া করতে উপস্থিত হয়েছিলেন সঙ্গীতাঙ্গনের সফল তারকা দম্পতি মইনুল ইসলাম খান ও কনকচাঁপা। লুইপার সেদিনের প্রকাশনা অনুষ্ঠান যেন তারা আলোকিত করে রেখেছিলেন।

লুইপার ভিন্নধর্মী গায়কি এবং সর্বোপরি তার আন্তরিকতা শুধু তার ভক্ত, শ্রোতাদেরই মুগ্ধ করে না, সহকর্মীদেরও মুগ্ধ করে। আর তাই তার প্রতি ভালোবাসা থেকেই তার নতুন দেশের গানের প্রকাশনা উৎসবে তাকে ভালোবাসায় সিক্ত করতে উপস্থিত হয়েছিলেন মনির খান, অনুপমা মুক্তি, শরীফ রাজকুমার, পিন্টু ঘোষ, নাজু আখন্দ, শান,  মুহিন খান, প্রতীক হাসান, অপু আমান, ঝিলিক, নির্ঝর, রাজা কাশেফ, শান্তা জাহান, রুবাইয়েত জাহান, স্বপ্নীল সজীব ও মোসলেহ উদ্দিন বাবুলসহ আরো অনেকে। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন মডেল, অভিনেতা ও আরজে নীরব। অনুষ্ঠানটি সফল করতে লুইপার স্বামী বিশিষ্ট যন্ত্রশিল্পী আলমগীর হোসেনের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে আগত সবাই লুইপার নতুন দেশের গানের ভূয়সী প্রশংসা করেন। ‘অপরূপ বাংলাদেশ’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া।

মঞ্চে উঠে লুইপা বলেন, ‘আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই চ্যানেল বায়ান্নর ব্যবস্থাপনা পরিচালক পলাশ ভাই’সহ সংশ্লিষ্ট সবাইকে। কারণ দেশের শিল্পীদের জন্য তারা নতুন আরেকটি দিগন্তের উন্মোচন করেছেন। এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক ভালোলাগার একটি বিষয়। আমি বিশেষত কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় দুজন মানুষ শ্রদ্ধেয় মইনুল ইসলাম স্যার ও কনক ম্যাডামকে। কারণ তারা দুজন এসে আমার এই অনুষ্ঠানটি আলোকিত করে রেখেছিলেন। ধন্যবাদ জানাই বকুল ভাইসহ যারা আমাকে আশীর্বাদ জানাতে এসেছিলেন। আমার বিশ্বাস নতুন গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’

লুইপার কণ্ঠে যে গানগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে সেগুলো হচ্ছে- ‘আমার আপনার চেয়ে আপন যেজন’, ‘জোছনা করেছে আঁড়ি, আসে না আমার বাড়ি’, ‘ঘুরে ফিরে ফিরে ঘুরে আমি তোমার পথে থমকে দাঁড়াই’, ‘জেন্টলম্যান’ ইত্যাদি। উল্লেখ্য, এর আগেও লুইপা প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর সঙ্গীতে দেশের গান গেয়েছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads