• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মানিকের ‘মুখোশ মানুষ’

ছবি : সংগৃহীত

শোবিজ

মানিকের ‘মুখোশ মানুষ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ মে ২০১৯

‘চতুর্দিকে মুখোশ মানুষ, আসল ছলে নকল মানুষ, সমাজদেহে ভরা, নায়করূপে খলনায়কের মিলন পরম্পরা’ এমন কথামালায় ‘মুখোশ মানুষ’ শিরোনামে একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন গায়ক, লেখক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক। কবি জাকির আবু জাফরের লেখা এই কথামালাকে সুরে গেঁথেছেন হাবিব মোস্তফা। ভিন্ন বিষয়বস্তুর এই গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন এস কে সমীর। পবিত্র রমজান উপলক্ষে মানিক মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

গান সম্পর্কে আমিরুল মোমেনীন জানান, প্রিয় কবি শ্রদ্ধেয় জাকির ভাইয়ের অনবদ্য বাণী এবং মেধাবী সুরকার হাবিব মোস্তফার যত্নশীল সৃষ্টি ‘মুখোশ মানুষ’ গানে চলমান সমাজ বাস্তবতার কদর্য রূপটি পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের চিন্তায়-মননে শুভ বোধ সৃষ্টিতে তা কাজে আসবে।

গীতিকার জাকির আবু জাফর বলেন, নায়করূপে খলনায়কদের ছড়াছড়ি এ সমাজে সর্বত্র। সবাই ভালো মানুষের মুখোশ পড়ে বসে আছেন। মুখোশ মানুষদের মুখোশ ছিঁড়ে সমাজকে আলোতে ভরিয়ে দিতে প্রিয়জন হাবিব মোস্তফার সুরে আমার এই ক্ষুদ্র প্রয়াস। পছন্দের শিল্পী মানিকের কণ্ঠে গানটি গীত হয়েছে তাই ভালো লাগছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads