• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সুবীর নন্দীর মরদেহ ঢাকায়

ফাইল ছবি

শোবিজ

সুবীর নন্দীর মরদেহ ঢাকায়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ মে ২০১৯

সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। আজ বুধবার সকাল ৬টা ৫০মিনিটে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে মরদেহ ঢাকার হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তার মরদেহ ২৫সি গ্রিন রোডের গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টের বাসায় নেওয়া হয়।সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর মরদেহ নেওয়া হবে রামকৃষ্ণ মিশনে। পরে সবুজবাগের বরদেশ্বরী কালিমন্দির ও শ্বশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেয়া হয়েছিল। এর আগে হৃদযন্ত্রের ক্রিয়ায় (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপতালে (সিএমএইচ) দুই সপ্তাহ ভর্তি ছিলেন এই সংগীতশিল্পী। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। সুবীর নন্দী ১৯৫৩ সালে সিলেটে জন্ম নেন। তার শৈশব কাটে ঢাকা ও কলকাতায়। তার বাবা ছিলেন একজন চিকিৎসক ও তেলিপাড়া চা স্টেটের মেডিকেল অফিসার।

তিনি ১৯৭২ সালে তার প্রথম গান রেকর্ড করেন। গানটি লেখেন মোহাম্মদ মুজাককার আর এটি কম্পোজ করেন ওস্তাদ মীর কাসেম। তার গাওয়া অনেক জনপ্রিয় গানের মধ্যে ‘তুমি এমনি জাল পেতেছ সাংসরে’, ‘আমার এই দুটি চোখ পাথর তো নয়’, ‘এক যে ছিল সোনার কন্যা’ এবং ‘ও আমার উড়াল পঙ্খীরে’ উল্লেখযোগ্য।

চার দশকে ক্যারিয়ারে তিনি প্রায় দুই হাজার ছবিতে গান করেন। সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের পর তিনিই দ্বিতীয় সর্বোচ্চ ছবিতে গান গাওয়ার রেকর্ড করেন।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads