• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
গানে গানে নন্দিতার ঈদ আনন্দ

ছবি : সংগৃহীত

শোবিজ

গানে গানে নন্দিতার ঈদ আনন্দ

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ৩০ মে ২০১৯

রমজান মাস শুরু হলেই সংগীতশিল্পীদের স্টেজ শো সাধারণত বন্ধ থাকে। কিন্তু সংগীতশিল্পীদের ব্যস্ততা তখন বেড়ে যায় টিভি চ্যানেলগুলোতে কাজ করা নিয়ে। শিল্পীরা তখন টিভি চ্যানেলের নানান ধরনের সংগীতবিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কারণ ঈদের সময় শিল্পীরা তাদের পরিবার নিয়ে ব্যস্ত থাকেন। তাই চ্যানেলগুলো আগেই তাদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রেকর্ডিংয়ের কাজ সেরে নেন। এ সময়ের শ্রোতাপ্রিয় নন্দিত কণ্ঠশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতাকেও এই ছকের মধ্যে পড়তে হয়েছে। বিগত বেশ কয়েকদিন তিনি বিভিন্ন চ্যানেলে সময় দিয়েছেন ঈদ বিশেষ অনুষ্ঠানের জন্য। কোনো চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আবার কোনো চ্যানেলে ঈদ বিশেষ অনুষ্ঠান রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে তিনি নিজের গানেরই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন।

সব মিলিয়ে অন্যান্য অনেক সংগীতশিল্পীর মতো নন্দিতারও দারুণ ব্যস্ততার মধ্য দিয়েই সময় কাটছে। এরই মধ্যে এনটিভির একটি ঈদ অনুষ্ঠানে নন্দিতা তার প্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর একটি গান গেয়েছেন। ‘ওই আকাশ ঘিরে সন্ধ্যা নামে’ গানটি গেয়েছেন নন্দিতা। গানটি লিখেছেন মাসুদ করিম এবং সংগীত পরিচালনা করেছেন রাজা হোসেন খান। একই চ্যানেলের ‘সিলন মিউজিক লাউঞ্জ’ বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। এই অনুষ্ঠানে নন্দিতার গাওয়া দুটো গান ‘এক বৈশাখে দেখা হলো দুজনায়’ এবং ‘ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না’ গান দুটি প্রচার হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে নন্দিত কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়ার সঙ্গে গান প্রচারের ফাঁকে ফাঁকে আলাপচারিতায় মেতে উঠবেন নন্দিতা।

বিটিভির একটি ঈদ বিশেষ অনুষ্ঠানে নন্দিতা মাসুদ রানা সিনেমার ‘মনেরই রঙে রাঙাবো’ গানটি গেয়েছেন। এই অনুষ্ঠানটি ঈদে বিটিভিতে প্রচার হবে। এ ছাড়া নন্দিতা বাদশা বুলবুলের সঙ্গে বৈশাখী টিভির একটি ঈদ বিশেষ অনুষ্ঠানেও গান গেয়েছেন। এরই মধ্যে জামাল হোসেনের লেখা ‘ওই দেখো গাঙচিল’ গানটির মিউজিক ভিডিও নির্মাণে অংশগ্রহণ করেছেন নন্দিতা। মুহিনের সুর সংগীতে নন্দিতা এই গানে কণ্ঠ দিয়েছেন। মাকে নিয়েও একটি গান গেয়েছেন নন্দিতা। গানটির শিরোনাম হচ্ছে ‘আমার একটি নরমসরম ছোট্ট একটি মা’। গানটির কথা লিখেছেন ও সুর সংগীত করেছেন বাসু দেব ঘোষ। সম্প্রতি নন্দিতা সৈয়দ নাফিজের নতুন করে সংগীতায়োজনে সাবিনা ইয়াসমিনের ‘ও আমার বাংলা মা তোর’ গানটি নতুন করে গাইলেন। নন্দিতা ২০০৭ সালে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় লোকগীতিতে সারা দেশে প্রথম এবং নজরুলসংগীতে দ্বিতীয় হয়েছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads