• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
নৃত্যশিল্পী থেকে অভিনয় শিল্পী

সংগৃহীত ছবি

শোবিজ

নৃত্যশিল্পী থেকে অভিনয় শিল্পী

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ২১ জুন ২০১৯

আমাদের শোবিজ অঙ্গনে বেশ কয়েকজন তারকা রয়েছেন, যারা সর্বমহলে নিজেদের বহুগুণে পরিচিত করেছেন। তাদের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল নাচের মধ্য দিয়ে। তারপর তারা অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন এবং সফলও হন। অনেকে আবার অভিনয়ের সঙ্গে সমানতালে নাচও নিয়মিত করেছেন।

এই তালিকায় প্রথমেই আছেন অপি করিম। টিভি নাটকে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে তার খ্যাতি রয়েছে। মঞ্চ ও টিভি নাটকে তিনি অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। সব জায়গায় তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। পাশাপাশি নৃত্যাঙ্গনেও রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। এখন কালেভদ্রে অভিনয় করলেও মাঝে মধ্যেই তার দেখা মেলে বিভিন্ন নৃত্যানুষ্ঠানে। শাস্ত্রীয় নাচে অপি করিমের উপস্থিতি যে কোনো অনুষ্ঠানকেই ভিন্নমাত্রা দেয়।

দেশের মডেলিং ও অভিনয়ে নন্দিত এক নাম বিজরী বরকতউল্লাহ। তার অভিনয়ে মুগ্ধ হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। এই অভিনেত্রীর শিল্পচর্চা শুরু হয়েছিল নাচ দিয়েই। মায়ের হাত ধরে শৈশবে নাচ শেখেন। নাচের তালিম নিতে নিতেই যুক্ত হন অভিনয়ের সঙ্গে। এখনো বিশেষ বিশেষ দিবসে টিভিপর্দায় তার নাচের অনুষ্ঠান চোখে পড়ে।

দেশের সুপার মডেল ও গুণী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌর শুরুটা নাচ দিয়ে। তার শৈশব কেটেছে নাচ শিখে। অল্প বয়সেই হাতেখড়ি হয়েছে নাচে। এখন মঞ্চ বা টিভি পর্দায় সব ধরনের নাচেই রয়েছে তার সাবলীল উপস্থিতি। সম্প্রতি এই অভিনেত্রী ব্যস্ত রয়েছেন নাচ নিয়েই। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনুষ্ঠানে নাট্যদল নিয়ে হাজির হন নৃত্য পরিবেশন করতে।

বর্তমান সময়ের আলোচিত ও ব্যস্ততম অভিনেত্রীদের একজন জাকিয়া বারী মম। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তারকাখ্যাতি পান তিনি। নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন অভিনয় শিল্পী হিসেবে। তবে এই শিল্পীর শুরুটা নাচ দিয়ে। নতুন কুঁড়িতে নাচের প্রতিযোগিতায় অংশ নিতেই ঢাকায় আসা তার। সেই থেকেই শুরু। এখনো নৃত্যানুষ্ঠানে ডাক পেলেই ছুটে যান তিনি। অংশ নেন নাচে। মম বলেন, ‘আমি নাচের মানুষ। নাচ করতে এসেই ঢাকা চিনেছি। সেই সুবাদেই রুপালি পর্দায় আমার পদার্পণ। এখনো সুযোগ পেলে নাচ করি।’

কম যান না মেহবুবা মাহনুর চাঁদনীও। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর শুরুটা নাচ দিয়েই। মাত্র চার বছর বয়স থেকে তিনি নাচের দীক্ষা নিয়েছেন। শৈশবেই আয়ত্ত করেছিলেন ভরতনাট্যম, আধুনিক ও বাংলাদেশি নৃত্য। নাচের জন্য এক প্রকার অভিনয় জীবনের ইস্তফাও দিয়েছেন তিনি। নিজের নাট্যদল নিয়ে দেশ-বিদেশ ঘুরে ঘুরে পরিবেশন করেছেন নৃত্যানুষ্ঠান। চাঁদনী বলেন, ‘আপাদমস্তক আমি একজন নৃত্যশিল্পী। এ শিল্পটাকে ভালোবাসি। মঞ্চ আর নাচ ছাড়া একদিনও কল্পনা করতে পারি না।’

এই তালিকায় আরেক পরিচিত মুখ বিদ্যা সিনহা মিম। সম্প্রতি দুই বাংলায় তার ব্যস্ততা বেড়েছে। মিম বলেন, ‘নাচ দিয়ে আমার শিল্পচর্চা শুরু। হয়তো মানুষ আমাকে চেনে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অভিনয়ে এসেছি তাই। তবে শৈশব থেকেই নাচের সঙ্গে ছিল আমার সখ্য। শুধু মঞ্চে নয়, চলচ্চিত্রে কাজ করার সময়ও আমি নাচকে আলাদা গুরুত্ব দিই।

আশনা হাবিব ভাবনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সবাই তাকে একজন অভিনেত্রী হিসেবে চিনলেও তার শুরুটা নাচ দিয়ে। ভাবনা বলেন, ‘নিজেকে একজন অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে যতটুকু স্বাচ্ছন্দ্যবোধ করি, ঠিক একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিতেও পছন্দ করি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads