• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শুভ জন্মদিন জয়া

সংগৃহীত ছবি

শোবিজ

শুভ জন্মদিন জয়া

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৯

আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। তবে এবারের জন্মদিনে তিনি দেশে নেই। আছেন কলকাতায়। জয়া আহসান প্রথম বাংলাদেশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পাওয়া অভিনেত্রী। ২০১১ সালে জয়া আহসান প্রথম নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরপর তিনি রেদওয়ান রনির ‘চোরাবালি’ ও অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ সিনেমাতে অভিনয়ের জন্য একই সম্মাননায় ভূষিত হন।

জন্মদিন প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘এবারের জন্মদিনেও দেশে থাকা হলো না। তবে সত্যিই জন্মদিনে সবাইকে ভীষণ মিস করব। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আমার ভক্ত দর্শককে যেন ভালো ভালো গল্পের সিনেমা উপহার দিতে পারি। কারণ দর্শকের ভালোবাসাতেই আমি আজকের জয়া আহসান। তাই দর্শকের কথা মাথায় রেখেই ভালো ভালো গল্পের সিনেমাতে আমি অভিনয় করি।’

এদিকে এরই মধ্যে ময়মনসিংহে জয়া আহসান শুরু করেছেন সরকারি অনুদানের সিনেমা ‘অলাতচক্র’র কাজ। কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে মহান মুক্তিযুদ্ধভিত্তিক এটি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই সিনেমায় তায়েবা চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। ‘অলাতচক্র’ সিনেমাটি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। ছবিটি পরিচালনা করছেন হাবিবুর রহমান হাবিব। মূলত লেখকের আত্মজীবনীমূলক উপন্যাস ‘অলাতচক্র’। এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হচ্ছে ত্রিমাত্রিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। কলকাতায় জয়া আহসান ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘বিনিসুতোয়’র শুটিং নিয়ে। এটি নির্মাণ করছেন অতনু ঘোষ। এ সিনেমায় জয়া আহসান শুধু অভিনয়ই করছেন না, এতে গানও গেয়েছেন তিনি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘কণ্ঠ’ সিনেমাতে জয়া’র অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। শুধু দর্শকই যে এতে তার অভিনয়ের প্রশংসা করেছেন এমনটি নয়, কলকাতার বড় বড় তারকারাও ‘কণ্ঠ’তে জয়ার অভিনয়ের প্রশংসা করেছেন।

এরই মধ্যে বাণিজ্যিকভাবে বেশ সফলতার মধ্যদিয়ে ‘কণ্ঠ’ সিনেমাটি সাত সপ্তাহ ধরে কলকাতার বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের লিকুইয়ের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন জয়া আহসান। গেল বছর জয়া আহসান প্রযোজিত সরকারি অনুদানের সিনেমা অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ দর্শকের মন জয় করেছে দেশ-বিদেশে। বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে জয়া অভিনীত মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads