• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
লন্ডনে দর্শক সাড়ায় মুগ্ধ ইমরান

সংগৃহীত ছবি

শোবিজ

লন্ডনে দর্শক সাড়ায় মুগ্ধ ইমরান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ জুলাই ২০১৯

বিশ্বের যত দেশে প্রবাসী বাংলাদেশির বসবাস তার মধ্যে যুক্তরাজ্যের ল্লন অন্যতম একটি শহর। আর এই শহরের টাওয়ার হ্যামলেটে বৈশাখী মেলাতে গান গাওয়ার জন্য নিমন্ত্রিত হয়েছিলেন বাংলাদেশের এই সময়ের সেরা কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তার পুরো টিমই সেখানে পারফর্ম করার জন্য গিয়েছিলেন। ৩০ জুন বিকালে টাওয়ার হ্যামলেটের হাজারো দর্শকের উপস্থিতিতে টানা এক ঘণ্টা সংগীত পরিবেশন করেন ইমরান। নিজের গানই সবচেয়ে বেশি গেয়েছেন বলে মুঠোফোনে ল্লন থেকে জানান ইমরান।

ইমরান যখন একের পর এক ‘দিল দিল’, ‘এমন একটা তুমি চাই’, ‘ওহে শ্যাম’, ‘মন খারাপের দেশে’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘এ জীবনে যারে চেয়েছি’-সহ আরো অন্য গান গাইছিলেন তখন ৫০ হাজারেরও বেশি দর্শক শ্রোতার মধ্যে ইমরানের গানের মুগ্ধতা যেন সবাইকে আবিষ্ট করে রাখে। টানা এক ঘণ্টা ইমরান গান গাইবার পরও শ্রোতা দর্শকরা তাকে বারবার অনুরোধ করছিলেন গান পরিবেশনা চালিয়ে যাওয়ার জন্য।

ইমরান বলেন, ‘আমার জীবনের অন্যতম সেরা একটি কনসার্ট ছিল এটি। জমজমাট আয়োজনে আমরা সংগীত পরিবেশন করেছি। ল্লনের সবচেয়ে বড় বৈশাখী মেলা এটি যার আয়োজন এখানকার ব্রিটিশ মেয়র। শুধু প্রবাষী বাঙালিরাই নন সেখানকার স্থানীয়রাও আমার সংগীত পরিবেশনায় মুগ্ধ হন। সত্যিই অসাধারণ একটি কনসার্ট ছিল! মনে হচ্ছিল বাংলাদেশেই আছি। লন্ডনের শহরে ছোট্ট একটি বাংলাদেশের টুকরো। যারা কষ্ট করে এই প্রোগ্রামটি দেখতে এসেছিলেন তাদের সবাইকে ভালোবাসা, কৃতজ্ঞতা। আপনারা ছাড়া এই অনুষ্ঠান সফল করা সম্ভব হতো না। সবার অনেক অনেক ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। এই মুগ্ধতার রেশ দীর্ঘদিন আমার জীবনে বয়ে নিয়ে যাব আমি।’ 

এদিকে ল্লনে শো শেষে এরই মধ্যে ইমরান কানাডার উদ্দেশে রওনা হয়েছেন। ১ জুলাই কানাডিয়ান দিবসে তিনি সেখানে সংগীত পরিবেশন করার কথা রয়েছে তার। সেখান থেকেই তিনি ঢাকা ফিরবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads