• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

টরেন্টো মাতাবেন জেমস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৯

দেশের মাটিতে নিয়মিতই একের পর এক কনসার্টে অংশ নেন নগর বাউল জেমস। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বিশাল ভক্তকূল আছে তার। সেই ভক্তদের টানেই এবার ১০ দিনের সফরে কানাডা যাচ্ছেন জেমস। সেখানে দুটি কনসার্টে গান গাইবেন গুরু।

জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানালেন, আগামী ২১ জুলাই কানাডার টরেন্টো প্যাভিলিয়নে ও ২৭ জুলাই ম্যানিটোবাতে গান গাইবেন জেমস। দুটি কনসার্টে অংশ নিতে আগামী ১৭ জুলাই রাতের ফ্লাইটে কানাডার উদ্দেশে গানের দল নিয়ে ঢাকা ছাড়বেন তিনি। টরেন্টোর কনসার্টটির আয়োজন করছেন প্রবাসী লোটাস কমল, হালিম শাহ, ম্যাক আজাদ, শাহীন খান।

রুবাইয়াৎ ঠাকুর বলেন, ‘অনেক দিন পরেই কানাডা সফরে যাচ্ছেন জেমস ভাই। এর আগে ২০১৩ সালে কানাডায় কয়েকটি কনসার্টে অংশ নিয়েছিলেন। তবে টরেন্টোর কনসার্টটির একটা আলাদা ব্যাপার আছে। এখানে প্রায় একযুগ পরে গান গাইবেন তিনি। আগে ২০০৮ সালে টরেন্টো মাতিয়েছিলেন, আগের মতোই এবারো ভক্তদের পছন্দের গানগুলো গেয়ে শোনাবেন তিনি।’

চলতি বছরের শুরু থেকে জেমস ও তার দল মূলত, দেশের স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করেছেন। এর মধ্যে গত ১ মে প্রথমবারের মতো গান শোনাতে গিয়েছিলেন মালয়েশিয়ায়। গত মাসেই সুইডেনের স্টকহোমে ও ডেনমার্কের কোপেনহেগেনে গান গেয়ে ফিরেছেন। জানা গেল, সামনে দেশের বাইরে আরো বেশ কিছু শোর আমন্ত্রণ রয়েছে জেমসের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads