• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ভাড়াটিয়া ভার্সেস বাড়িওয়ালা

সংগৃহীত ছবি

শোবিজ

ভাড়াটিয়া ভার্সেস বাড়িওয়ালা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৯

মিশু সাব্বির ও নাবিলা সরদার রোকনের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ভাড়াটিয়া ভার্সেস বাড়িওয়ালা’। গত ২৩ ও ২৪ জুলাই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। এতে ভাড়াটিয়ার চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির এবং তারই ভাড়া করা বউ চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম। নাটকটিতে বাড়িওয়ালার চরিত্রে অভিনয় করেছেন শিখা খান মৌ।

নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকটির গল্প প্রসঙ্গে সরদার রোকন জানান, শিখা খান মৌ একজন বাড়িওয়ালা। কিন্তু তিনি ব্যাচেলর ভাড়া দিতে চান না। তাই মিশু সাব্বির পরিকল্পনা করে নাবিলাকে ভাড়া করা বউ বানিয়ে শিখার বাড়িতে বাসা ভাড়া নেন। এরপর ঘটতে থাকে নানান মজার ঘটনা।

অভিনয় প্রসঙ্গে মিশু সাব্বির বলেন, ‘এবারই প্রথম সরদার রোকনের নির্দেশনায় অভিনয় করেছি। খুব গুছিয়ে এবং অনেক যত্ন নিয়ে কাজ করেন তিনি। নির্মাতা হিসেবে তার মধ্যে আমি দেখেছি তিনি জানেন আসলে তিনি শিল্পীর কাছ থেকে কী চাচ্ছেন। আর এ জন্যই তার কাজ ভালো হয়েছে। নাবিলার সঙ্গে এর আগে বেশকিছু নাটকে কাজ করেছি। নাবিলা এখন অভিনয়ে খুব ভালো করছে। তার অভিনয়ের মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে যা দর্শককে মুগ্ধ করে।’

নাবিলা ইসলাম বলেন, ‘মিশু সাব্বির ভাই একজন পেশাদার অভিনেতা। তার আলাদা দর্শকই আছে। তার সঙ্গে কাজ করার সময়টা বেশ উপভোগ্য হয়। রোকন ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজের অভিজ্ঞতা অনেক ভালো। যেহেতু গল্পটা বেশ মজার। তাই আমরা শুটিংয়ের সময়টাও বেশ উপভোগ করেছি। ঈদে দর্শকের শুধু বিনোদন দেওয়ার লক্ষ্যেই নাটকটি নির্মিত হয়েছে। আশা করছি, ভালো লাগবে সবার।’

জানা গেছে, আগামী ঈদের তৃতীয় দিন দুপুর ১টায় একুশে টিভিতে নাটকটি প্রচার হবে। এদিকে মিশু সাব্বির এরই মধ্যে ইমরাউল রাফাত, অমি, ইউসুফ, তপু খান, নবীসহ আরো অনেক পরিচালকের ঈদ নাটকের কাজ শেষ করেছেন।

অন্যদিকে নাবিলা ইসলাম সকাল আহমেদের সাত পর্বের ধারাবাহিক ‘লেকু মিয়ার এভারেস্ট জয়’-সহ আরো একটি ঈদ ধারাবাহিকে অভিনয় করেছেন। এ ছাড়াও তিনি মেহেদী হাসান মুকুল, ফরহাদ আলম, কে এম নাঈম, সৈয়দ শাকিলসহ আরো বেশ কজন নাট্যনির্দেশকের নাটকের কাজ শেষ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads