• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীর

সংগৃহীত ছবি

শোবিজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৯

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আলমগীর। 

জ্বর নিয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে বলে নিশ্চিত করেছেন একসময়ের এই চিত্রনায়ক। 

এম এ আলমগীর বলেন, ‘আপাতত কিছুটা সুস্থবোধ করছি। ডাক্তাররা আরো দুই-তিন দিন হাসপাতালে থাকতে বলেছেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’ 

এদিকে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মঙ্গলবার সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে আয়োজিত এক মানববন্ধনে অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন। 

শ্রেষ্ঠ অভিনেতা ও পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আলমগীর গত শতকের আশি ও নব্বইয়ের দশকে ছিলেন ঢালিউডের দাপুটে নায়ক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads