• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
জন্মদিনে ডলির ‘তুমি বড়ই সুখে আছো’

ছবি : সংগৃহীত

শোবিজ

জন্মদিনে ডলির ‘তুমি বড়ই সুখে আছো’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ আগস্ট ২০১৯

আজ ২২ আগস্ট বাংলাদেশের নন্দিত গায়িকা ডলি সায়ন্তনীর জন্মদিন। এবারের জন্মদিন উপলক্ষে ডলি সায়ন্তনী তার শ্রোতা, ভক্তদের জন্য নতুন একটি গান নিয়ে উপস্থিত হচ্ছেন। গানটির শিরোনাম ‘তুমি বড়ই সুখে আছো’।

গানটি লিখেছেন ও সুর করেছেন জাহাঙ্গীর রানা এবং সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। ডলি সায়ন্তনী জানান, তার জন্মদিনে বিকেল পাঁচটায় ‘পরানোর গান’ চ্যানেলে গানটি প্রকাশিত হবে। নতুন এ গানটি শতভাগ বিচ্ছেদের একটি গান। নিজের জন্মদিনে গানটি প্রকাশ হতে যাচ্ছে বলে বেশ খুশি তিনি। কারণ জন্মদিনের আনন্দ গান প্রকাশের মধ্য দিয়ে ভালো লাগা আরো বাড়িয়ে দেবে বলেই বিশ্বাস করেন তিনি।

নতুন গান ও জন্মদিন প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন,‌ ‘খুব ভালো একটি গান হয়েছে। আমার জন্মদিনে আমার ভক্ত শ্রোতাদের জন্য গানটি বিশেষ উপহার হিসেবে প্রকাশ হতে যাচ্ছে। আমার বিশ্বাস গানটি সবারই ভালো লাগবে। ধন্যবাদ জাহাঙ্গীর রানা ও আকাশ মাহমুদকে। জন্মদিন আসলে সত্যিই ভীষণ ভালো লাগে। কারণ চেনাজানা অনেকেই শুভেচ্ছা জানায়। সবাই দোয়া করে। আমি নিজেকে সবসময়ই অতি সাধারণ একজন মানুষ মনে করি। এই সাধারণভাবে বেঁচে থাকার মধেই প্রবল আনন্দ। আবার মাঝে মাঝে মনে হয়, ইস, যদি আবার ছোট হয়ে যেতে পারতাম কতই না মজা হতো। ছোটবেলার যে অনুভূতি সেটা তো আর এখন হয় না, তবে এখনকার অনুভূতিটাও অন্যরকম। এর মাঝেও এক অন্যরকম সুখ আছে, শান্তি আছে। আছে ভালো লাগা ভালোবাসা। ভালোবাসার মাঝেই বাকি জীবনটা বাঁচতে চাই সবাইকে সঙ্গে নিয়ে।’

১৯৮৯ সালে ডলি সায়ন্তনীর ‘হে যুবক’ অ্যালবামটি বাজারে আসার পর আলম খানের সুর ও সংগীতে ‘ঘেরাও’ সিনেমায় ডলি সায়ন্তনী প্রথম প্লে-ব্যাক করেন। ডলি সায়ন্তনী জীবনে প্রথম অভিনয় করেন আরিফ খানের নির্দেশনায় ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’তে। এতে ডলির সঙ্গে আরো অভিনয় করেছিলেন শুভ্রদেব, আগুন, সিঁথি সাহা, মেহরাব, পড়শী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads