• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চার মাস পর বাসায় ফিরছেন এটিএম শামসুজ্জামান

এটিএম শামসুজ্জামান

ফাইল ছবি

শোবিজ

চার মাস পর বাসায় ফিরছেন এটিএম শামসুজ্জামান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০১৯

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে ডাক্তারের নির্দেশেই আজ বুধবার তিনি বাসায় ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী রুনী জামান। গতকাল তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামীকাল (আজ) আপনাদের সবার প্রিয় এই মানুষকে নিয়ে বাসায় ফিরব।’

বাসায় ফিরলেও বাসাতে বেশ কিছুদিন তার চিকিৎসা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন এটিএম শামুসজ্জামানের স্ত্রী। দীর্ঘ দুই মাস রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আতিকুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। আজগর আলী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে আসার পরও এখানে তার বড় একটি অপারেশন হয়। আর তার পরপরই এটিএম শামসুজ্জামান ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিএম শামসুজ্জামানের এমন অসুস্থতায় শুধু আর্থিক সহযোগিতা দিয়েই পাশে ছিলেন, এমন নয়। এ টি এম শামসুজ্জামানের ভাষ্যমতে, প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। আর সেটাও যেন তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অন্যতম একটি কারণ হিসেবে বিবেচনা করেন এই বর্ষীয়ান শিল্পী।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ চাইলে একজন মানুষকে হাজার বছর বাঁচিয়ে রাখতে পারেন আবার এক সেকেন্ডের মধ্যে নিয়ে যেতে পারেন। আমি শুধু একটি কথাই বলব, মহান আল্লাহ যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘ আয়ু দেন, যাতে তাকে অনুসরণ করে পরবর্তীতে অন্যরাও যেন শিল্পীদের তার মতো ভালোবাসেন। আজ বাংলাদেশ সংস্কৃতির ক্ষেত্রে যতটা এগিয়েছে, তার মধ্যে প্রধানমন্ত্রীর অবদান অন্যতম। কোথায় কে অসুস্থ হলো তিনিই সবার আগে খোঁজ নেন। তাই আমি তাকে উপাধি দিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিল্পীবান্ধব। অবশ্যই তার প্রতি আমি, আমার পরিবার কৃতজ্ঞ। আর যে মানুষটির কথা না বললেই নয় তিনি হলেন আমার সহধর্মিণী। আমার অসুস্থতার দীর্ঘ এই সময়ে তিনি যে কী অমানবিক কষ্ট করেছেন, তা আমি উপলব্ধি করেছি। তার জন্য মন থেকে অনেক অনেক দোয়া।’

এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান বলেন, ‘দীর্ঘ এই অসুস্থতার সময়ে অনেকেই খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন। আমাদের পরিবার তাদের প্রতি কৃতজ্ঞ। অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সর্বোপরি মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা।’ হাসপাতালে বসে তিনি মীর সাব্বিরের অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’-এর স্ক্রিপ্ট পড়েছেন। পাশাপাশি আরো অনেক প্রখ্যাত লেখকের বইও পড়েছেন। উল্লেখ্য, এ টি এম শামসুজ্জামান দীর্ঘদিন পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads