• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

হাসপাতালে কণ্ঠশিল্পী লিজা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৯

সোমবার সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিত্তথলিতে অস্ত্রোপচারের জন্য তাকে এখানে আনা হয়।

সেদিন রাতেই তার শরীরের অপারেশনটি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, পিত্তথলি সংক্রমিত হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। লিজার ছোট ভাই শুভ বলেন, ‘দীর্ঘদিন ধরে আপু গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন। দিন দিন এটা বড় হচ্ছিল। তাই পরিকল্পনা করেই গতকাল অস্ত্রোপচার করা হয়েছে।’

বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আপু এখন হালকা কাথাবার্তা বলতে পারছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিনের মধ্যে তাকে নিয়ে বাসায় ফিরতে পারব।’

লিজার পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে লিজা ভালো আছেন। আরো দুই দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরতে পারবেন। এছাড়া বাসায় কিছু দিন বিশ্রামে থাকতে হবে।

লিজা ২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন। এই প্রতিযোগিতায় লিজা প্রথম হন। এরপর থেকেই গানে ব্যস্ত সময় পার করছেন তিনি। গানের সব ক্ষেত্রেই সরব এই কণ্ঠশিল্পী। অডিওর পাশাপাশি চমকে ভরা বেশ কিছু মিউজিক ভিডিওতেও হাজির হয়েছেন লিজা।

তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ২০১২ সালে। অ্যালবামের নাম ‘তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১’। লিজার দ্বিতীয় অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ বাজারে আসে ২০১৫ সালে। এছাড়া মিক্সড এবং ডুয়েট অ্যালবামসহ বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছেন লিজা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads