• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

আবুল হায়াতের বইয়ের মোড়ক উন্মোচন ও চলচ্চিত্র প্রদর্শন আজ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৯

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত গেল ৭ সেপ্টেম্বর ৭৫ বছর পূর্ণ করে ৭৬-এ পা রেখেছেন। সেই সময়টাতে তিনি দেশে না থাকার কারণে তাকে ঘিরে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা করা সম্ভব হয়ে ওঠেনি। তাই কয়েকটা দিন দেরিতে হলেও ‘পঞ্চসপ্ততিতে আবুল হায়াত উদযাপন পরিষদ’ আজ বিকেল পাঁচটায় রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তেন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

আবুল হায়াতের কর্ম জীবনের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ৭৫তম জন্মবার্ষিকীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তার ৭৫তম জন্মজয়ন্তীতে সংষ্কৃতি অঙ্গনসহ দেশের নানান অঙ্গনের ১০০ জন বিশিষ্ট ব্যক্তির লেখা নিয়ে ‘সার্থক জনম তোমার হে শিল্পী সুনিপুণ’ বইটির মোড়ক উন্মোচন করা হবে। এছাড়াও আবুল হায়াত অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গিন্নী’ প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন আবুল হায়াত।  বইটি সম্পাদনা করেছেন জিয়াউল হাসান কিসলু।

আবুল হায়াত বলেন, ‘জন্মদিনের সময়টাতে দেশের বাইরে থাকায় আমাকে ঘিরে অনুষ্ঠানটি করা হয়ে ওঠেনি। তবে এবার সবকিছু ঠিকঠাক থাকলে বেশ ভালোভাবেই অনুষ্ঠানটি হবে আশা করছি। আমার আজকের অবস্থানের নেপথ্যে আমি আমার বাবা এবং মায়ের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমার স্ত্রীর কাছে। কারণ আমি নানান সময়ে চাকরি নিয়ে, অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আমার সংসার, আমার সন্তানদের আগলে রেখেছিলেন আমার স্ত্রী। আমার স্ত্রী সন্তানদের আমি সময় দিতে পারিনি, যা দেওয়া উচিত ছিল। আমার নাটকের দল নাগরিক নাট্যসম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ গোলাম মুস্তাফা, সৈয়দ হাসান ইমাম, আবুল খায়ের ও সিরাজুল ইসলামের কাছে যাদেরকে আমি গুরু বলে মেনে চলি এবং যাদের জীবনাচার্য, অভিনয় আমি আদর্শ হিসেবে মেনে এগিয়ে চলি।’

আবুল হায়াতের প্রবল ইচ্ছে তিনি যেন তার অভিনয় জীবনের অভিজ্ঞতা, অর্জন অপ্রথাগতভাবে কিংবা কোনো প্রতিষ্ঠান আগ্রহী হলে প্রাতিষ্ঠানিকভাবে এই প্রজন্মের সাথে শেয়ার করতে চান। পঞ্চম শ্রোণিতে পড়ার সময়ই আবুল হায়াত প্রথম মঞ্চনাটক ‘টিপু সুলতান’-এ অভিনয় করেন। ‘নাগরিক নাট্যসম্প্রদায়’র হয়ে মঞ্চে তার প্রথম নাটক আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’। টিভিতে প্রথম নাটক জিয়া হায়দারের প্রযোজনায় ‘ইডিপাস’। প্রথম বিজ্ঞাপন কিউট টুথপেস্ট। মঞ্চে নির্দেশিত তার প্রথম নাটক ‘আগন্তুক’ এবং টিভিতে ‘হারজিৎ’। প্রথম অভিনীত সিনেমা ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’। ১৯৭৪ সালে আলী যাকেরের নির্দেশনায় মঞ্চে ‘বাকী ইতিহাস’ নাটকে অভিনয় করে তিনি ‘সিকোয়েন্স অ্যাওয়ার্ড ফর ইন্ট্রুডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশ স্টেজ’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে ইতিহাস রচনা করেছেন। এটি বাংলাদেশে দর্শনীর বিনিময়ে প্রথম মঞ্চনাটক। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads