• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

পাস করলেই মিলবে বাইক ও বউ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৯

ভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করেন নির্মাতা হিমু আকরাম। তার নাটক মানেই কিছু অদ্ভুত চরিত্রের সমাগম। আরো একটি বিষয় থাকে, তার গল্প দর্শকদের নিয়ে যায় পেছনের দিকে। স্মৃতিকাতর হন দর্শকরা। এবারও তেমন একটি টেলিছবি নিয়ে হাজির হচ্ছেন হিমু। নাম ‘আবদুল মতিনের বিরাট ইতিহাস’। যার গল্পে দেখা যাবে, আবদুল মতিনের বাবা কালা মুন্সি ঘোষণা দেন এসএসসি পাস করতে পারলে মতিন পাবে সিডিআই হোন্ডা এবং সুন্দরী বউ! মিয়া বাড়ির মেয়ে জলিকে বউ করে আনা হবে মতিনের জন্য। আর যদি ফেল করে, তবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে।

এমন এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে চতুর্থ এবং শেষবারের মতো মতিন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেয়। এদিকে মতিনের হবু বউ জলি নায়িকা শাবানার চেয়েও সুন্দরী। মতিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জলি তাকে পড়াচ্ছে বাসরঘরে বসে। পাস তাকে করতেই হবে। হোন্ডা আর জলি কাউকেই হারাতে চায় না মতিন। এখানে মতিন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান আর জলি চরিত্রে উর্মিলা শ্রাবন্তী কর। হিমু আকরামের রচনা ও পরিচালনায় টেলিছবিটি চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে।

এর গল্প প্রসঙ্গে হিমু আকরাম বলেন, ‘গ্রামের জীবন, এসএসসি পরীক্ষার প্রস্তুতি, নকলের চিন্তা, হুজুরের কলম পড়া, এগুলো ২০-২৫ বছর আগে প্রতিটি গ্রামের কমন চিত্র। এই কাজটির মাধ্যমে দর্শকদের আমি পেছনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি নিজেও কাজটি করেছি স্মৃতিকাতরতা থেকে। দর্শকরা দেখে মজা পাবে বলেই আমার বিশ্বাস।’

টেলিছবির অন্যান্য চরিত্রে আছেন রিফাত চৌধুরী, ছবি, মিলন ভট্ট, সঞ্জীব আহমেদ, রাজু আহসান, বাদল প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads