• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘দুনিয়ার আর কোনো দেশে খারাপ কোনো ঘটনা ঘটে না?’

সংগৃহীত ছবি

শোবিজ

‘দুনিয়ার আর কোনো দেশে খারাপ কোনো ঘটনা ঘটে না?’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০১৯

বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী শবনম ফারিয়া, যিনি একাধারে মডেল ও নাটকে অভিনয় করেন। সম্প্রতি দেশের কিছু ঘটনায় অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন। এর মধ্যে কিছু শ্রেণি আছে, যারা কোনো কিছু ঘটলেই মনে করেন এই দেশে থাকবে না, এই দেশের ভবিষ্যৎ নাই এমন নানা ধরনের কথাবার্তা। তাদের ওপর এবার ক্ষেপেছেন শবনম ফারিয়া।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একদল মানুষ আছে, কোনো একটা ঘটনা ঘটলেই স্ট্যাটাস মারে, এই দেশে আর থাকতে চাই না, এই দেশের ভবিষ্য নাই ইত্যাদি ইত্যাদি। যেন সব দেশের দোষ, দেশ শিখিয়ে দিয়েছে তুমি বদ হও, চুরি বাটপাড়ি করো, খুন খারাবি করো! দুনিয়ার আর কোনো দেশে খারাপ কোনো ঘটনা ঘটে না? গুগলে সার্চ দিয়ে বিভিন্ন দেশের অপরাধের হার একটু দেখবেন তো! শুধু শুধু দেশকে দোষ না দিয়ে দু-চারটা ভালো কাজ করার চেষ্টা করুন! দুটি বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেন, দুটি গাছ লাগান, বাসার চারপাশ পরিষ্কার রাখুন, ছেলেমেয়েদের নৈতিক শিক্ষা দিন। ৮/১০ বছর পর দেখবেন মানুষ বাংলাদেশের নাগরিকত্ব চায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা গরিব হলেও ফকির না, আমরা অন্য দেশের মানুষকে নাগরিকত্ব দিই না!’

সংসার ও শোবিজ দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন ফারিয়া। এ ব্যাপারে ফারিয়া বলেন, ‘দুটিই আসলে ব্যালেন্স করা ছাড়া উপায় নেই। কারণ কাজটাকে অনেক বেশি ভালোবাসি, তাই কাজটা এখন জীবনেরই অংশ। আর সংসারটা হচ্ছে নতুন জীবন। দুটিই জীবনের অংশ, দেখা যাক কী হয়। তবে কয়েকদিন সময় লাগবে।’

২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে শবনম ফারিয়ার যাত্রা শুরু হয়। শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য বাচসাস পুরস্কারও পেয়েছেন। এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads