• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

‘সাহসিকা’র মতো গল্পে ফিরতে আগ্রহী ডায়না

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৯

প্রায় তিন বছর আগে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ‘কিচেনা’ নামে একটি রেস্তোরাঁর ব্যবসা শুরু করেছিলেন মডেল অভিনেত্রী ডায়না। কিন্তু কিছুদিন যাওয়ার পরপরই সেই রেস্তোরাঁ ব্যবসা তাকে বন্ধ করে দিতে হয়। পরবর্তী সময়ে অভিনয়েই মনোযোগী হয়ে ওঠেন তিনি। কিন্তু কিছুদিন হলো ডায়নাকে অভিনয়েও পাওয়া যাচ্ছে না। সংসার জীবন নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ‘জাগো’ খ্যাত এই অভিনেত্রী একসময় দেশের গুণী নাট্যনির্মাতাদের নাটকে অভিনয় করেছেন। ব্যস্ত সময় কাটিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে অভিনয়ে তার আগ্রহ নেই বললেই চলে। কিন্তু কেন?

ডায়না বলেন, ‘সত্যি বলতে কী এখন যে ধরনের স্ক্রিপ্ট আসে আমার কাছে তাতে কোনোরকমই আগ্রহ বোধ করি না আমি। দেখা যায়, অভিনয়ের তেমন কোনো সুযোগই থাকে না। যদি অভিনয় করতেই নিজের ভেতর আগ্রহ সৃষ্টি না হয় তাহলে জোর করে সেসব নাটকে কাজ করার কোনোরকম যৌক্তিকতা দেখি না আমি। তাই যদি ভালো গল্পের নাটক কিংবা সিনেমায় কাজ করার সুযোগ পাই তবেই শুধু অভিনয় করার আগ্রহ আছে। তা না হলে যেভাবে আপাতত সময় কাটছে সেভাবেই ভালো আছি।’

২০০৭ সালে দেবাশীষ বিশ্বাসের নির্দেশনায় ‘চিঠি’ টেলিফিল্মে অভিনয় করে আলোচনায় আসেন ডায়না। খিজির হায়াত খানের ‘জাড়ো’ সিনেমাতে অভিনয় করেও বেশ প্রশংসিত হন তিনি। তার অভিনীত সর্বশেষ সিনেমা হচ্ছে সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। পরবর্তী সময়ে তাকে আর কোনো সিনেমাতে দেখা যায়নি। তার অভিনীত সর্বশেষ আলোচিত টেলিফিল্ম ছিল ‘সাহসিকা’ যা চ্যানেল আইতে প্রচারিত হয়। এতে তার অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়। এটি রচনা করেছিলেন শহীদুল্লাহ শোভন এবং নির্মাণ করেছিলেন নিয়াজ মাহবুব। এতে তার বিপরীতে ছিলেন শ্যামল মাওলা। ডায়না জানান, এই কাজের জন্য এখনো তিনি বেশ সাড়া পান। এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রেই কাজ করতে চান ডায়না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads