• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
একই অনুষ্ঠানের বিচারক তারা

ছবি : সংগৃহীত

শোবিজ

একই অনুষ্ঠানের বিচারক তারা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৯

প্রথমবারের মতো একই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করছেন নন্দিত নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী মুনমুন আহমেদ, চিত্রনায়ক আমিন খান ও অভিনেতা তুষার খান। পঞ্চমবারের মতো শুরু হওয়া ‘হা-শো’র প্রধান তিন বিচারক হিসেবে কাজ করছেন তারা তিনজন। এরই মধ্যে সারা দেশ থেকে নানান পর্যায়ের বিচার কার্যক্রম শেষের মধ্য দিয়ে চূড়ান্তভাবে ৩৬ জন প্রতিযোগী নিয়ে ‘হা-শো’ রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ের এনটিভির রেকর্ডিং স্টুডিওতে এর রেকর্ডিং চলছে।

এই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে মুনমুন আহমেদ বলেন, ‘হা-শোর বিচারক হিসেবে কাজ করতে ভীষণ ভালো লাগছে আমার। এই অনুষ্ঠানে বিচারক হিসেবে কাজ করা না হলে আমার জানাই হতো না বাংলাদেশের ছেলেমেয়েরা এত মেধাবী। কারণ কোনোরকম ভাঁড়ামো ছাড়াই তারা নানান ধরনের জোকস বলছে। আমরা সেসব বেশ মনোযোগ দিয়েই শুনছি এবং বিচারকার্য সম্পন্ন করছি। আমি পুরো প্রক্রিয়াটাই দারুণ উপভোগ করছি। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল আমাকে এই অনুষ্ঠানের বিচারক হিসেবে রাখার জন্য।’

চিত্রনায়ক আমিন খান বলেন, ‘এর আগে রিয়েলিটি শোর অতিথি বিচারক হিসেবে আমি কাজ করেছি। তবে এবারই প্রথম প্রধান বিচারক হিসেবে কাজ করছি এবং এটা করতে গিয়ে আমি দেখছি যে আমাদের ছেলেমেয়েরা জোকস বলার বিষয়টিকে অনেক মানসম্পন্ন একটি পর্যায়ে নিয়ে গেছে। যেখানে এটিকে পেশা হিসেবে নিয়ে অনেকেই জীবিকা নির্বাহ করতে পারবে। হা-শো’র মাধ্যমে বাংলাদেশের সেই মেধাবীদের খুঁজে বের করার এই প্রক্রিয়াকে আমি সাধুবাদ জানাই। অবশ্যই ধন্যবাদ জানাই মার্সেল প্রতিষ্ঠানকে এই অনুষ্ঠানের প্রযোজনা করার জন্য।’

তুষার খান বলেন, ‘অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে নিঃসন্দেহে তারা অনেক মেধাবী। কারণ তারা যে ধরনের জোকস বলছে তা আমাদের ভাবনারও ঊর্ধ্বে। আমরা জোকস শুনে হাসছি ঠিকই কিন্তু এটা সত্যি তাদের উপস্থাপন বেশ যৌক্তিক। চূড়ান্ত পর্যায়ে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে মাত্র কয়েকজন শীর্ষস্থানে আসেন। কিন্তু আমি বলব প্রত্যেকেই ভীষণ মেধাবী।’

অনুষ্ঠানটি প্রযোজনা করছে মার্সেল এবং পরিচালনা করছে জাহাঙ্গীর ও মোস্তফা। উপস্থাপনা করছেন আবু হেনা রনি। অনুষ্ঠানটি শিগগির এনটিভিতে প্রচার শুরু হবে। এদিকে আমিন খান অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘অবতার’। মুনমুন আহমেদ প্রথম সালাহ উদ্দিন লাভলুর বিপরীতে একটি নাটকে অভিনয় করেন কলেজে পড়ার সময়। সেই নাটকের ‘তুই বড় ফাইনরে বেগম’ সংলাপটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর বহু নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমা হচ্ছে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ও ‘ঘেঁটুপুত্র কমলা’। কলকাতার দূরদর্শনের ‘ও দিন আসমানি’ টেলিফিল্ম তার উল্লেখযোগ্য একটি কাজ। এদিকে তুষার খান নিয়মিত নাটকে অভিনয় করছেন। সালমান শাহর অভিনীত বেশকিছু সিনেমায় তুষার তার বন্ধুর চরিত্রে অভিনয় করেও আলোচিত হয়েছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads