• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

বাংলাদেশ-ভারত সিরিজে গ্ল্যামার ছড়াবেন যারা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৯

প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফর করছে বাংলাদেশ জাতীয় দল। এই সফরে রয়েছে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ। এই আসরের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন। এই সিরিজ চলাকালীন সময়ে চ্যানেলটি প্রচার করবে চারটি অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে ‘ক্রিকেট ম্যানিয়া’। ম্যাচের মধ্য বিরতিতে ‘মিড উইকেট’। ম্যাচ শেষে ‘ক্রিকেট এক্সট্রা’ এবং ‘ক্রিকেট হাইলাইটস’। অনুষ্ঠানগুলো উপস্থাপনা করবেন আজরা মাহমুদ, শ্রাবণ্য তৌহিদা, জাহারা মিতু এবং নীল হুরেরজাহান।

টেস্ট ম্যাচ দুটি রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়। বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শুধু তাই নয়, দুই দল খেলবে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। কলকাতায় অনুষ্ঠিত দিবা-রাত্রির ম্যাচটিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় এক মাসের এই দীর্ঘ সফরটি শুরু আজ রোববার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads