• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘প্রতিটি পুরস্কার পাওয়ার অনুভূতি প্রথমবারের মতোই হয়’

ছবি : সংগৃহীত

শোবিজ

‘প্রতিটি পুরস্কার পাওয়ার অনুভূতি প্রথমবারের মতোই হয়’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০১৯

ফজলুর রহমান বাবু। দেশের খ্যাতিমান এক অভিনেতা। মঞ্চ, টিভি, চলচ্চিত্র- সবখানেই জনপ্রিয়তা ও সুনামের সঙ্গে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরেই। কাজ করেছেন ‘মনপুরা’, ‘হালদা’, ‘অজ্ঞাতনামা’, ‘দহন’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে। বহুমাত্রিক এই অভিনেতা প্রায় সব ধরনের চরিত্রেই সাবলীল অভিনয় করে দর্শকের অন্তরে স্থায়ী আসন গেড়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কারও পেয়েছেন এই অভিনেতা। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গেজেটে সেরা কৌতুক অভিনেতার তালিকায় নাম দেখা যাচ্ছে তার। এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি।

তবে এই প্রাপ্তি নিয়ে আক্ষেপ আছে এই তারকার। কারণ তিনি মনে করেছিলেন সেরা অভিনেতা হিসেবে এ পুরস্কার পাবেন। বলেন, আক্ষেপ থাকবেই। কিছু আক্ষেপ কখনোই পূরণ হয় না। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আমারও কিছু আক্ষেপ আছে। আশা করেছিলাম, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমাটির জন্য এ পুরস্কার পাব। পেয়েছি ‘গহীন বালুচর’ সিনেমাটির জন্য। তাও আবার সেরা কৌতুক অভিনেতার জন্য। যদিও আমার চরিত্রটি কোনোভাবেই কৌতুকপূর্ণ নয়। এ নিয়ে বিভিন্ন বিতর্ক হচ্ছে। তবে পুরস্কারপ্রাপ্তি আমাকে সব সময় আনন্দ দেয়। আমি বিষয়টিকে সেভাবেই বিবেচনা করি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংখ্যা ‘তিন’-এ পৌঁছেছে এ তারকার। এ প্রাপ্তি সত্যিই ভালো লাগার বলে জানালেন। বাবু বলেন, ‘যে কোনো পুরস্কার বা সম্মানই আনন্দের। আর প্রতিটি পুরস্কার পাওয়ার অনুভূতি প্রথমবারের মতোই হয়। অভিনয় ক্যারিয়ারে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম ২০০৪ সালে। ‘শঙ্খনাদ’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছিলাম। প্রতিবারই নিজের মধ্যে একই রকম আনন্দ কাজ করেছে।’

একজন অভিনয় শিল্পী হিসেবে সব ধরনের অভিনয়ের প্রতিই শ্রদ্ধা রয়েছে এ গুণীর। ব্যতিক্রমধর্মী ও বাস্তবধর্মী চরিত্রে তাকে দেখে অভ্যস্ত সবাই। এবার কৌতুকাভিনয়ে সবাইকে মুগ্ধ করলেন।

সব ধরনের চরিত্রে নিজেকে বিলিয়ে দিতে চান ফজলুর রহমান বাবু। বলেন, ‘সত্যি বলতে আমি অভিনয় করি তৃপ্তির জন্য। তৃপ্তি না পেলে আমি অভিনয় করে মজা পাই না।’

পুরস্কারের ক্যাটাগরিতে পরিবর্তন জরুরি বলে মনে করেন এ তারকা। বাবু বলেন, ‘আমার মতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্যাটাগরিতে পরিবর্তন দরকার। শুধু দরকারই নয়, এই পরিবর্তন জরুরিও বটে। এখন আমাদের এখানে কৌতুক ও কৌতুক অভিনেতা নেই বললেই চলে। তাই ক্যাটাগরিতে কৌতুকের বিষয়টি না থাকাই ভালো। সারা বিশ্বে যেভাবে পুরস্কারকে ক্যাটাগরাইস করা হয়, আমাদের চলচ্চিত্র পুরস্কারেও তাই করা উচিত। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads