• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আহমেদ ইমতিয়াজ বুলবুলকে স্মরণ করলেন হাদী

সংগৃহীত ছবি

শোবিজ

আহমেদ ইমতিয়াজ বুলবুলকে স্মরণ করলেন হাদী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২০

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য গীতিকার, সংগীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রথম মৃত্যু বার্ষিকী ছিল গত ২২ জানুয়ারি। কিন্তু দিনটিতে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে স্মরণ করে কোথাও তেমন কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল না। কিন্তু গীতিকার প্রসেনজিৎ ওঝা একেবারেই ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ নিয়ে প্রয়াত বরেণ্য আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল মারা যাওয়ার এক বছর আগে প্রসেনজিৎ ওঝার কথায় চারটি গানের সুর সংগীত করেছিলেন। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন পারভীন আক্তার লোটাস। সেই চারটি গান নিয়েই একটি অ্যালবাম ‘মেঘলা মন’। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এ অনুষ্ঠানেই ‘মেঘলা মন’ অ্যালবামটি প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। আরো উপস্থিত ছিলেন গুণী সংগীত পরিচালক ফরিদ আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষক সালাউদ্দিন আহমেদ, কবি ও গবেষক তপন বাগচি, সুরকার সুমন কল্যাণ, সংগীতশিল্পী সন্দীপন, অজয় মিত্র, প্রোটিউনের সিইও ও গীতিকার প্রসেনজিৎ ওঝাসহ আরো অনেকেই। উপস্থিত ছিলেন যার অ্যালমবাম প্রকাশকে ঘিরে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো ‘মেঘলা মন’ অ্যালবামের শিল্পী লোটাস। সৈয়দ আবদুল হাদী বলেন, ‘বিটিভিতে কয়েকটি গান করতে গিয়েই প্রথম বুলবুলের সঙ্গে আমার পরিচয়। পরবর্তীতে ইবনে মিজানের চন্দনদ্বীপের রাজকন্যা সিনেমাতে তার কথা ও সুর-সংগীতে আমার গাওয়া আমি “তোমারই প্রেম ভিখারি” গানটি খুব জনপ্রিয়তা পায়। তার সুর-সংগীতে মরণের পরে’ সিনেমাতেও পৃথিবী তো দুদিনেরই বাসা গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তো বুলবুলের সুর-সংগীতে আমি আরো অনেক গানই গেয়েছি। তার মতো সত্যিকারের প্রতিভাবান শিল্পীর বড় অসময়েই চলে যাওয়ায় আমাদের সংগীতাঙ্গনের সত্যিই ভীষণ ক্ষতি হয়েছে। দোয়া করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তার আত্মার শান্তি কামনা করছি।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ অনুষ্ঠানের আয়োজক প্রসেনজিৎ ওঝাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত বছরের ২২ জানুয়ারি আহমেদ ইমতিয়াজ বুলবুল মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads