• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

মঞ্চস্থ হবে ‘ভাগের মানুষ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০২০

আগামী ২৮ ফেব্রুয়ারি অনির্বাণ থিয়েটার, দর্শনা আয়োজিত আট দিনব্যাপী ‘একুশে নাট্যমেলা’র সমাপনী দিন ‘ভাগের মানুষ’-এর একটি প্রদর্শনী হবে। পরের দিন সময় নাট্যদল কলকাতা রওনা হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত কলকাতার অনীক নাট্যদলের আয়োজনে শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’। উৎসবে আগামী ১ মার্চ তপন থিয়েটার মঞ্চ, কালীঘাটে সময় নাট্যদল ‘ভাগের মানুষ’ নাটকের একটি প্রদর্শনী করবে।    

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, আলমগীর হোসেন, আনোয়ার, রুমা, সানী, চন্দন বোস, কবিতা প্রমুখ।

১৯৪৭ সালের দেশবিভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষ বাষ্পের তেজ তখনো নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে একধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনো জ্বল জ্বল করছে মানুষের বুকে।

মানুষের ভলোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনিময়ে পাগল-এমন গল্পই দেখা যাবে ‘ভাগের মানুষ’ নাটকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads