• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

নির্দেশনায় শাহনূর, সঙ্গে আরমান পারভেজ মুরাদ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ ফেব্রুয়ারি ২০২০

দীর্ঘদিন ধরেই নির্দেশনায় আসার ইচ্ছে ছিল চিত্রনায়িকা শাহনূরের। কিন্তু সবকিছু গুছিয়ে উঠতে না পারার কারণে সর্বশেষ ২০১৯ সালেও নির্দেশনায় আসতে পারেননি তিনি। কিন্তু অবশেষে নির্দেশনায় এলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন শাহনূর। একটির নাম ‘একটি বাংলাদেশ’ এবং অন্যটি ‘বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার’।

‘একটি বাংলাদেশ’-এর গল্প ভাবনা শাহনূরের নিজের। এর সংলাপ রচনা করেছেন কমল সরকার। এটি নির্দেশনা দিয়েছেন শাহনূর নিজেই। আর এটি নির্দেশনার মধ্য দিয়েই একজন পরিচালক হিসেবে নাম লেখালেন শাহনূর। অন্যদিকে ‘বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার’-এর সংলাপ রচনা করেছেন কমল সরকার। নির্মাণ করেছেন তাজু কামরুল। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শাহনূরের সহশিল্পী হিসেবে আছেন গুণী অভিনেতা আরমান পারভেজ মুরাদ। গেল ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে পুবাইলে হারুনের বাড়ি শুটিং স্পটে দুটি চলচ্চিত্রের শুটিং সম্পন্ন হয়েছে।

প্রথমবারের মতো নির্দেশনা প্রসঙ্গে শাহনূর বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল নাটক নির্মাণ করার। কিন্তু সব মিলিয়ে আসলে ব্যাটেবলে হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত এমন একটি কাজই নিজে নির্দেশনা দিলাম, যার মূল ভিত্তি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‘একটি বাংলাদেশ’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প ভাবনা অনেক আগেই আমার মাথায় এসেছিল। সেই গল্প ভাবনা নিয়েই নির্মিত হয়েছে একটি বাংলাদেশ। প্রথমবারের মতো নির্দেশনা দিতে গিয়ে সহযোগিতা পেয়েছি ইউনিটের সবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েই এটি নির্মিত হয়েছে। আশা করি শিশুদের জন্য নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সবার ভালো লাগবে। এ ছাড়াও একই সময়ে তাজু কামরুলের নির্দেশনায় বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার চলচ্চিত্রে অভিনয় করেও ভীষণ খুশি আমি। সম্পাদনা শেষে দুটো কাজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

‘বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার’ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আরমান পারভেজ মুরাদ বলেন, ‘সত্যি বলতে কী, বঙ্গবন্ধু সম্পর্কে বিষদ জানাতে হবে বর্তমান প্রজন্মকে। তাই এই ভাবনাকে ঘিরে এই চলচ্চিত্রের বিষয়বস্তু আমার কাছে ভালো লেগেছে। সত্যিকার অর্থেই বঙ্গবন্ধু কে, তা ভালোভাবে নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব কিন্তু আমাদেরই। বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার নির্মাণে সব আয়োজনই আমার কাছে ভালো লেগেছে।’ শাহনূর জানান, ‘একটি বাংলাদেশ’ ও ‘বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার’ তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘মৌ মাল্টিমিডিয়া’র ব্যানারে নির্মিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads