• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

আলোচনায় চার তারকার গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০২০

করোনা সচেতনতায় ‘সাফ রই’ শিরোনামের একটি গান লিখেছেন ও সুর করেছেন মীরাক্কেল তারকা কমর উদ্দীন আরমান। গানে কণ্ঠও দিয়েছেন তিনি। তবে তার সঙ্গে গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া, রন্টি এবং কিশোর।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাওয়া এই গানটি এখন বেশ আলোচনায় রয়েছে।

ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলার কমেডিবিষয়ক রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন-৯-তে রানার আপ হয়েছিলেন কক্সবাজারের ছেলে কমর উদ্দীন আরমান। তাকে মীরাক্কেলের বেশির ভাগ পর্বে কমেডির পাশাপাশি গান গাইতে দেখা গেলেও এবার দেখা গেল গীতিকার ও সুরকার হিসেবে।

তার সঙ্গে আর তিন তারকা যুক্ত হওয়ায় ‘সাফ রই’ গানটি পেয়েছে ভিন্ন মাত্রা। সম্প্রতি গানটি প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশ হবার পর থেকে ব্যাপক প্রশংসায় ভাসছেন আরমান।

গানটির সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক সুমন কল্যাণ। গানটি একটি ‘সাফ রই’ ফেসবুক পেজে প্রকাশের পর পর ছড়িয়ে পড়ে সারা দেশে। হাজারো ব্যক্তিগত আইডি ও পেজ থেকে গানটি রি-আপলোড হয়। এমনকি সাবটাইটেল থাকায় বিদেশিরা পর্যন্ত এই গান শেয়ার করেছেন।

আরমান জানালেন, ‘সাফ রই’ প্রকল্পের করোনা সচেতনতার একটি অংশ এই গান। যার পরিকল্পনায় আছেন মুরাদ চৌধুরী।

‘সাফ রই’ গানটি নিয়ে নিশীতা বড়ুয়া বলেন, আমি অনেক গান করি কিন্তু এই গান প্রকাশ হবার পর আমার মা সারা দিন এই গানটি গুনগুনিয়ে গাচ্ছেন যা আগে কখনো দেখিনি। সবাই প্রশংসা করছে। ভালো লাগছে।

এ ছাড়া কিশোর আর রন্টি জানিয়েছেন তারাও ব্যাপক প্রশংসায় পাচ্ছেন। এই গানের অংশ হতে পেরে ‘সাফ রই’ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads