• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

বিব্রত আলমগীর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০২০

ফেসবুক নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা আলমগীর। তিনি জানালেন, কে বা কারা তার নামে একটি ভুয়া ফেসবুক পেজ খুলে সেখান থেকে ধর্ম বিষয়ক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। এতে করে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তাকে।

অথচ অভিনেতা আলমগীরের ফেসবুকে কোনো অফিসিয়াল পেজ নেই। তার একমাত্র ফেসবুক আইডি হচ্ছে এম. এ. আলমগীর নামে। এর বাইরে ফেসবুকে কোনো পেজ বা অ্যাকাউন্ট নেই তার। যেগুলো আছে সেগুলো অন্যদের নিয়ন্ত্রণে।

আলমগীর বলেন, ‘আমি ধর্ম নিয়ে কোনো প্রকার মন্তব্য বা স্টেটমেন্ট কোথাও দিইনি। ফেসবুকেও না। অথচ আমার নামে ভুয়া ফেসবুক পেজ খুলে কারা যেন এ বিষয়টিকে নিয়ে নানা মন্তব্য প্রকাশ করে যাচ্ছে। কেন বা কী উদ্দেশ্যে কারা এমনটি করছেন তা আমার বোধগম্য নয়। এতে তাদের লাভই বা কি সেটাও জানি না। শুধু শুধু আমার ক্ষতি করার চেষ্টা ছাড়া আর কিছুই না।’

এমনটি যারা করছেন, তাদের এমন হীন কাজ থেকে বিরত থাকার আহ্বানও করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেতা। সেই সঙ্গে গুজব থেকে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যারা এমনটি করছেন তাদের এমনটি আর না করার আহ্বান জানাই। আর দেশবাসীসহ আমার যারা ভক্ত গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী আছেন তাদের উদ্দেশে বলছি আমার কোনো ফেসবুক পেজ নেই। ওই ভুয়া পেজের মন্তব্যের বিষয়ে সজাগ থাকবেন।’

চিত্রনায়ক আলমগীর দেশের একজন বরেণ্য অভিনেতা। একাধারে নায়ক, প্রযোজক ও পরিচালকও তিনি। ১৯৭২ সালের ২৪ জুন প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুমের নির্দেশনায় ‘আমার জন্মভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এ পর্যন্ত ২২৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘ঝুমকা’ সিনেমার মাধ্যমে। এরপর ১৯৮৬ সালে নির্মাণে আসেন তিনি। তার পরিচালিত প্রথম ছবি ‘নিষ্পাপ’। সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ সিনেমাটি নির্মাণ করেন এ অভিনেতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads