• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নতুন গেমিং স্মার্টফোন আনল শাওমি

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

নতুন গেমিং স্মার্টফোন আনল শাওমি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর ২০১৮

মি প্লে নামের একটি গেমিং স্মার্টফোন আনল চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল স্মার্টফোনটি।

ফোনটিতে থাকছে ৫ দশমিক ৮৪ ইঞ্চি ডিসপ্লে, যার আসপেক্ট রেশিও ১৯:৯। ডিসপ্লের সুরক্ষায় এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। ২ দশমিক ৩ গিগাহার্টজ অক্টাকোর হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে শাওমির এই স্মার্টফোনে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওভিত্তিক এমআইইউআই ১০। থাকছে ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি।

শাওমির এই গেমিং স্মার্টফোনে থাকছে ১২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেন্সরের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেন্সরের ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটির দাম ১০৯৯ ইউয়ান। আপাতত চীনের বাজারেই স্মার্টফোনটি পাওয়া যাবে। তবে অন্যান্য দেশের বাজারে শাওমি এই স্মার্টফোনটি বিক্রি করবে কি না সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads