• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চলতি মাসেই আসছে হুয়াওয়ের ভাঁজ করা স্মার্টফোন

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

চলতি মাসেই আসছে হুয়াওয়ের ভাঁজ করা স্মার্টফোন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০১৯

ফোল্ডেবেল বা ভাঁজ করা স্মার্টফোন তৈরিতে ব্যস্ত একাধিক প্রতিষ্ঠান। পিছিয়ে নেই চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। চলতি মাসেই বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে হুয়াওয়ের ভাঁজ করা স্মার্টফোন উন্মুক্ত করা হতে পারে। এতে থাকতে পারে ৫জি সুবিধাও।

টুইটারে এই ডিভাইসটি উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রকাশ করেছে হুয়াওয়ে। ২৪ ফেব্রুয়ারি এক বিশেষ আয়োজনে আনুষ্ঠানিকভাবে ফোনটির ঘোষণা দেওয়া হতে পারে।

আমন্ত্রণপত্রে ভাঁজ করা স্মার্টফোনের কথা উল্লেখ করা না থাকলেও এই ফোনের একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে ভাঁজ করা স্মার্টফোনের মাঝে ‘ভবিষ্যতের সঙ্গে যুক্ত’ হওয়ার বার্তা দেওয়া হয়েছে। এটাই প্রতিষ্ঠানটির প্রথম ৫জি স্মার্টফোন হতে চলেছে। ফোনটিতে ব্যবহার করা হতে পারে হুয়াওয়ের নিজস্ব হাইসিলিকন কিরিন ৯৮০ চিপসেট এবং ব্যালং ৫০০০ মডেম। হুয়াওয়ের এ স্মার্টফোনে থাকতে পারে ৭ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে।

২০১৭ সালে প্রথম হুয়াওয়ের ভাঁজ করা স্মার্টফোন তৈরির খবর সামনে এসেছিল। একই সময় থেকে ফোল্ডেবল স্মার্টফোন তৈরির কাজে ব্যস্ত দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। হুয়াওয়ের একদিন আগে স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোন উন্মোচন করা হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads