• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
তৈরি হবে ফাইভজি নিরাপত্তা নীতিমালা

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

তৈরি হবে ফাইভজি নিরাপত্তা নীতিমালা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৭ মে ২০১৯

ভবিষ্যৎ ফাইভজি প্রযুক্তি নিয়ে নীতিমালা তৈরির পক্ষে মত দিয়েছেন পশ্চিমা বিশ্বের নিরাপত্তা কর্মকর্তারা। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ন্যাটোর সদস্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের দুই দিনব্যাপী সম্মেলন শেষে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশগুলোর এ অবস্থান ফাইভজি অবকাঠামো যন্ত্রাংশের মাধ্যমে গুপ্তচরবৃত্তির সন্দেহটি আরো জোরাল হয়ে উঠেছে।

বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় কোনো দেশের মাধ্যমে সরবরাহকারীর প্রভাব বিস্তারের ঝুঁকির বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেওয়া হবে।

এদিকে বৈঠকে ফাইভজি নেটওয়ার্কের যন্ত্রাংশ সরবরাহকারীদের নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেখানে কারো নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে ফাইভজি অবকাঠামোয় হুয়াওয়ের মতো চীনা টেলিযোগাযোগ কোম্পানিগুলোর তৈরি যন্ত্রাংশ ব্যবহার নিয়ে এর আগেই সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আশঙ্কা করছে, এ ধরনের প্রযুক্তির আড়ালে মূলত গোয়েন্দা তৎপরতা চালায় বেইজিং। যদিও হুয়াওয়ের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে।

এ আয়োজনে চীন বা হুয়াওয়ের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। ফাইভজি প্রযুক্তির সঙ্গে সাইবার সিকিউরিটি সংশ্লিষ্ট কোনো ঝুঁকি রয়েছে কি না, তা জুন পর্যন্ত পর্যালোচনা করবে ইইউ। এর পরিপ্রেক্ষিতে ঝুঁকি প্রশমনে বছরের শেষ নাগাদ পদক্ষেপ গ্রহণ করবে ইইউর দেশগুলো। হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কার্যকর নীতিমালা তৈরিতে রেগুলেটর ও অন্য শেয়ারহোল্ডারদের সঙ্গে তারা কাজ করতে সম্মত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads