• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সাধারণ ছুটিতে ঢাকা ছেড়েছে ১ কোটি মোবাইল গ্রাহক

প্রতীকী ছবি

টেলিযোগাযোগ

করোনা ভাইরাস

সাধারণ ছুটিতে ঢাকা ছেড়েছে ১ কোটি মোবাইল গ্রাহক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

করোনাভাইরাস রোধে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরে ঢাকা ছেড়েছেন প্রায় এক কোটি মোবাইল গ্রাহক।

মোবাইল ফোন অপারেটরদের তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার’র (এনটিএমসি) পরিচালক বিগ্রেডিয়ার জেনালের জিয়াউল আহসান এ তথ্য জানিয়েছন।

তিনি বলেন, এক কোটি গ্রাহকের মধ্যে বাংলালিংকের ১৬ লাখ, গ্রামীণ ফোনের ৪৬ লাখ, রবি’র ৩৫ লাখ এবং টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে।

তিনি আরো বলেন, এত বিপুল সংখ্যক মানুষের মাঝে যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত থাকে তাহলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ এক ঘোষণায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads