• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

‘শোকেস কানাডা-২০১৮’ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ছবি: বাংলাদেশের খবর

বাণিজ্য

কানাডার সঙ্গে বাণিজ্য তিন বিলিয়ন ডলার ছাড়াবে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ মে ২০১৮

কানাডার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ২০২১ সালে ৩ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ গত বছর কানাডায় ১১ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে, একই সময়ে আমদানি করেছে প্রায় ৬০ কোটি ডলারের পণ্য। কানাডা বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার। ২০০৩ সাল থেকে কানাডা বাংলাদেশকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে আসছে।

গতকাল ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে দুই দিনব্যাপী ‘শোকেস কানাডা-২০১৮’ নামে ট্রেড অ্যান্ড এডুকেশন ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকাস্থ কানাডা হাইকমিশন এ মেলার আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক বাংলাদেশ রফতানি পণ্য সংখ্যা বাড়ানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা কানাডায় রফতানি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে বাংলাদেশের পণ্য রফতানি অনেক বাড়বে কানাডায়।

তিনি বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করলে লাভবান হবেন কানাডার বিনিয়োগকারীরা। বাংলাদেশ সরকার এ মুহূর্তে বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে। কানাডার বিনিয়োগকারীরা এ বিনিয়োগ সুবিধাগুলো গ্রহণ করতে পারেন। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

তোফায়েল আহমেদ বলেন, কানাডা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের ছেলেমেয়েরা কানাডায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য যায়। বাংলাদেশেও কানাডার তত্ত্বাবধানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এ মেলায় কানাডায় শিক্ষার সুযোগ গ্রহণের নিয়মকানুনসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে। এ ধরনের মেলার মাধ্যমে উভয় দেশের মানুষ আরো কাছে আসার সুযোগ পাবে।

এ ট্রেড অ্যান্ড এডুকেশন ফোয়ার আজ শেষ হচ্ছে। মেলায় ৩৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে।

অনুষ্ঠানে ঢাকাস্থ কানডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন, কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মো. কামাল উদ্দিন, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সাউথ এশিয়ার ডিরেক্টর জেনারেল ডেভিড হার্টম্যান বক্তব্য দেন। উদ্বোধনের পর বাণিজ্যমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads