• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দ্বিগুণ সঙ্কটের মুখে এশিয়ার বাজার

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় দ্বিগুণ সঙ্কটের মুখোমুখি হতে পারে এশিয়ার বাজার ।

সংরক্ষিত ছবি

বাণিজ্য

দ্বিগুণ সঙ্কটের মুখে এশিয়ার বাজার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ মে ২০১৮

চলতি বছর জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। বিষয়টি এশিয়ার বাজারের জন্য মোটেই ইতিবাচক নয়, বলছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি অ্যাডভাইজরি ফার্ম আইএমএ এশিয়ার কর্মকর্তা রিচার্ড মার্টিন সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, জ্বালানি তেলের উচ্চমূল্যের সঙ্গে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ায় চলতি বছর দ্বিগুণ সঙ্কটের মুখোমুখি হতে পারে এশিয়ার বাজার। কারণ এশিয়া জুড়ে বছরে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়। আর বেশিরভাগ পণ্য আমদানিতে ব্যবহার হয় ইউএস ডলার।

থমসন রয়টার্সের বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে দৈনিক জ্বালানি তেল ব্যবহারের ৩৫ শতাংশ হয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। অর্থাৎ এ অঞ্চলে তেলের দৈনিক চাহিদা ১০ লাখ ব্যারেলের মতো। রয়টার্সের বিশেষজ্ঞরা সেই সঙ্গে এও বলছেন, বিশ্বের সবচেয়ে কম তেল উৎপাদক অঞ্চল এশিয়া। ১০ শতাংশেরও কম তেল উৎপাদন হয় এখানে। জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি বজায় থাকলে মূল্যস্ফীতি বাড়বে। আর এর চাপে কেন্দ্রীয় ব্যাংকগুলো বাধ্য হবে সুদের হার বাড়াতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি বন্ডের দাম বেড়েছে ৩ শতাংশের বেশি। মূলধন বহির্প্রবাহ ও নিজেদের মুদ্রার মান নিয়ন্ত্রণে রাখতে উদীয়মান বাজারের বেশ কয়েকটি কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে এরই মধ্যে। ব্যাংক ইন্দোনেশিয়া এসব কেন্দ্রীয় ব্যাংকের একটি। এই কেন্দ্রীয় ব্যাংক এবারই চার বছরের মধ্যে প্রথম সুদের হার বাড়াল।

ডয়েচে ব্যাংকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মাইকেল স্পেনসার বলেন, ব্যাংক ইন্দোনেশিয়া মাত্র শুরু করেছে। এখন অনেক দেশে চলতি হিসাব ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণে সেসব দেশের কেন্দ্রীয় ব্যাংককে নির্ভর করতে হচ্ছে স্থায়ী আয় মূলধন প্রবাহে। ইন্দোনেশিয়াও এ পরিস্থিতি মোকাবেলায় গুরুত্ব দিচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বার্কলেসের এশিয়া বিভাগের প্রধান হামিশ পেপার জানান, এশিয়ার মূল ঝুঁকি জ্বালানি তেল। তবে বৈশ্বিক অর্থনীতি শক্তিশালী হওয়ার সুবাদে এশিয়ায় তা অন্য অঞ্চলগুলোর চেয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads